আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে সেবামূলক যন্ত্রমানব চীনের জনসাধারণের জীবনে প্রবেশ করবে । শাংহাইতে অনুষ্ঠিত চীনের আন্তর্জাতিক শিল্প মেলা সূত্রে এ তথ্য জানা গেছে ।
এসব যন্ত্রমানবের মধ্যে থাকবে বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধী- সহায়তাকারী , শিক্ষামূলক, বিনোদনমূলক ও গার্হস্থ্যের কাজে ব্যবহার উপযোগী যন্ত্রমানব ।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেছেন , শিল্পমূলক যান্ত্রিক-মানব একটু পিছিয়ে পড়লেও সেবামূলক যন্ত্রমানবের ওপর চীনের বৈজ্ঞানিক গবেষণা কতিপয় শিল্পোন্নত দেশের সংগে একই সময় শুরু হয় এবং মানও তাদের সংগে কাছাকাছি রয়েছে । এ ক্ষেত্রে চীনের প্রযুক্তির দ্রুত উন্নতি হচ্ছে ।
জানা গেছে , বর্তমানে শাংহাই , পেইচিং , শেন ইয়াং ও শেন চেনের যন্ত্রমানব গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠান ২০১০ সালে অনুষ্ঠেয় শাংহাই মেলায় যন্ত্রমানব চালিত রেস্তোঁরা বসানোর জন্যে প্রস্তুতি নিচ্ছে ।
|