আলোচনার মাধ্যমে কসোভোরভবিষ্যত ঠিক করার সুযোগ এখনও আছে। আলোচনায় সার্বিয়া ও কসোভোর নমনীয়তা ও সমঝোতার সহযোগিতা দেখানোউচিত। জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার ষ্টেইনমেয়ার গত ৮ নভেম্বর বার্লিনে এ কথা বলেছেন।
একই দিন জার্মানির পররাষ্ট্র মন্ত্রী কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজদিউ ও প্রধান মন্ত্রী আজিম সেকুর সঙ্গে কসোভোর ভবিষ্যত নিয়ে বৈঠক করেছেন। তিনি সার্বিয়া ও কসোভোকে নির্ধারিত সময়ের মধ্যে কসোভোর ভবিষ্যত অবস্থান নিয়ে মতৈক্যে পৌছানোর আহ্বান জানিয়েছেন।
|