৮ নভেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন পেই বলেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার পর নতুন উন্মুক্তকরণ নীতির ফসল অবাধ বাণিজ্য এলাকা অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক কল্যাণমূলক নতুন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দোহা আলোচনা বিনিময় পড়ার পর থেকে অনেক দেশ আর্থ-বাণিজ্য নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অবাধ বাণিজ্য এলাকা গঠন করছে এবং অবাধ বাণিজ্য এলাকার স্বার্থে অর্থনৈতিক আলোচনা দ্রুততর করছে । চীনের অবাধ বাণিজ্য এলাকার উন্নয়ন এ প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ ।
জানা গেছে, ২০০৪ সাল থেকে চীন অবাধ বাণিজ্য এলাকা গড়ে তোলার কাজ শুরু করে । এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত এলাকা রয়েছে ৫টি এবং ৭টি এলাকা নিয়ে আলোচনা চলছে । এসব এলাকা এশিয়া, ওশেনিয়া, ল্যাটিনআমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার ২৯টি দেশ ও অঞ্চলের সঙ্গে সম্পর্কিত ।
(ছাও ইয়ান হুয়া)
|