v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-13 16:59:13    
লেই চিয়ার গাওয়া চীনের লোকসংগীত

cri

    এখন আপনারা লেই চিয়ার গাওয়া দক্ষিণ-পশ্চিম চীনের দাই জাতির লোকসংগীত "চাঁদের আলো" শুনছেন। চমত্কার সুরের এ গানটির ব্যবহৃত হযেছে জাতীয় বৈশিষ্টের বাদ্যযন্ত্র চুং ইউয়ান, প্রাচীর চাং ও পাওউ। তালে তালে দাই জাতির গ্রামের রাতের সুন্দর দৃশ্য বর্ণনা করা হয়েছে। লেই চিয়ার সুরেলা কন্ঠের মধ্য দিয়ে এই প্রেমের গানে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। গানের কথা এমন, "ছোট বোনের চাঁদ আকাশে আছে। ভাইয়ের বাজানো লুশাং এর অপেক্ষায় রয়েছে। রাতের রং তাঁর চুলকে আরো কালো করে দিয়েছে। বাতাসে আমার প্রিয় কাপড় উড়ছে। চাঁদের ছায়া নদীর পানিতে ভাসছে। আমার মন উড়ে আকাশের দিকে যাচ্ছে। ভাই, তুমি নদী পার হয়েছো? দেখো, চাঁদের আলো কত সুন্দর?"

    লেই চিয়া চীনের হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকে তিনি চীনের ঐতিহ্যিক অপেরা শুনে বড় হয়েছে। ১৪ বছর বয়সে তিনি হুনান প্রদেশের ললিত-কলা স্কুলে ভর্তি হন। তখন থেকে বহু বছর ধরে তিনি হুনান প্রদেশের স্থানীয় অপেরা "হুয়া কু" অপেরা শিখেছেন। ১৯৯৭ সালে লেই চিয়া সেরা ফলাফলের কৃতিত্ব নিয়ে চীনের সংগীত ইনস্টিটিউটে প্রবেশ করেন।তিনি অধ্যাপক চৌ ওয়েন ছিনের কাছ থেকে ঐতিহ্যবাহী লোকসংগীত শিখেছেন। পাঁচ বছর পর তিনি চীনের গণ মুক্তি ফৌজের রাজনৈতিক বিভাগের নৃত্য ও সংগীত দলে যোগ দেন।

    এখন আপনারা লেই চিয়ার গাওয়া "প্যাগোডা ফুল কবে ফুটবে" গানটি শুনছেন। এটা হচ্ছে চীনের সিছুয়ান প্রদেশের একটি জনপ্রিয় পাহাড়ী গান। গানের কথা প্রাণবন্ত ও সরল। প্রেমিকের জন্য প্রতীক্ষারত একটি মেয়ের মনের আকুতি প্রকাশিত হয়েছে। গানের কথা এমন, "সুউচু পাহাড়ে একটি প্যাগোডা গাছ আছে। আমি গাছের গা ছুঁয়ে প্রেমিকের জন্য অপেক্ষা করছি। মা জিজ্ঞেস করে, তুমি কি দেখছো? আমি উত্তর দিই, প্যাগোডা ফুল কবে ফুটবে তাই দেখছি।"

    লেই চিয়া চীনের সংগীত ইনস্টিটিউটে লেখাপড়ার সময় বহু বার সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০০০ সালে তিনি জাতীয় যুব শিল্পীদের টেলিভিশন পুরস্কার প্রতিযোগিতায় পেশাদার গ্রুপের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। ২০০১ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গানের প্রতিযোগিতায় পেশাদার গ্রুপের প্রথম শ্রেণীর পুরস্কার পেয়েছেন। ২০০৩ সালে তিনি চীনের সংগীত মহলের সর্বোচ্চ পুরস্কার "সোনার ঘন্টা" শিরোনামের প্রতিযোগিতায় স্বর্ণ পদক পান।

    এবার শুনুন লেই চিয়ার গাওয়া কুয়েচৌ প্রদেশের লোকসংগীত "পাহাড়ে পাহাড়ে গান ছড়ায়"। এটি হচ্ছে চীনের কুয়েচৌ প্রদেশে প্রচলিত ঈ জাতির একটি লোকসংগীত।

    গানের কথা এমন, সূর্য উঠেছে, সারা পৃথিবী আনন্দিত। সবুজ ঘাস পাহাড়ে ছড়িয়ে আছে দেখে পশুপালকদের মুখে হাসি । পাহাড়ের চার দিকে হলুদ গরু, সুন্দর ঘোড়া, কালো শূকর, সাদা ছাগল । পশুপালকের গানও চার দিকে ছড়িয়ে গেছে।"

    লিউ সান চিয়ে হচ্ছেন চীনের সংখ্যালঘু চুয়াং জাতির লোককাহিনীর মধ্যে একজন গানের দেবী। তিনি বুদ্ধিমাতী, সুন্দরী ও সাহসী। বিশেষ করে প্রকৃতি ও শ্রমজীবী মানুষের জীবন নিয়ে পাহাড়ী গানগুলো গাইতে পারদর্শী। তিনি চুয়াং জাতির মানুষের কাছে সম্মানীয় ব্যক্তি। এখন শুনুন লেই চিয়ার গাওয়া "গানের মাস্টার লিউ সান চিয়ে" নামের গানটি ।

    গানের কথা এ রকম, "ই পাহাড়ের পাহাড়ী গানের জয়গান পৃথিবীময়। সান চিয়ের গান হাজার হাজার। তাঁর গান শুনে ফুল শুকায় নি। তাঁর গান শুনে সবার মুখ হাসি ফোটে। ঈ জাতির সকল মেয়ে হচ্ছেন লিউ সান চিয়ে, সবাই সুন্দর সুন্দর গান গাইতে পারেন।"

    লেই চিয়া এখন হচ্ছেন চীনের গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের নৃত্য ও সংগীত দলের গায়িকা। ২০০৬ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম বেরোয়। ১২টি বিভিন্ন অঞ্চলের ভিন্ন ধরনের লোকসংগীত নিয়ে এই অ্যালবামটি তৈরি।

    মুলাও হচ্ছে দক্ষিণ-পশ্চিম চীনের একটি সংখ্যালঘু জাতি।  মুলাও জাতির দৈনন্দিন জীবনে লোকসংগীত অনেকটা জায়গা জুড়ে আছে। এই জাতির প্রত্যেক পরিবারে গানের খাতা আছে। প্রতিটি গ্রামে শ্রেষ্ঠ গায়ক আছেন। এখন আপনারা লেই চিয়ার গাওয়া "প্রেয়সী নদীতে কাপড় ধোয়া" নামে মুলাও জাতির একটি লোকসংগীত শুনছেন। এতে মুলাও গ্রামের নদীর তীরে যুবকযুবতীদের খেলার দৃশ্য তুলে ধরে হয়েছে। গানের কথা এমন, "মেয়ে নদীতে নেমে কাপড় ধোয়। দুটি পা পাথরের ওপরে । হাতের লাঠি দিয়ে কাপড়ে বাড়ি মারে। কিন্তু তাঁর দুই চোখ আটকে আছে ছেলের ওপরে । লাঠি মেয়ের হাতে ব্যথা দিলে ছেলের মন ব্যথা পায়।"(ইয়ু কুয়াং ইউয়ে)