v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-12 17:13:57    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/১১/১২

cri

    চীনের বিভিন্ন পাড়া কমিটির কাজ হচ্ছে পাড়া এলাকাগুলোর বাসিন্দাদের দৈনন্দিন বিষয়সমূহ ও কল্যাণমূলক ব্যাপার দেখা-শুনা করা। যেমন জীবনযাত্রার সর্বনিম্ন নিশ্চয়তা বিধান বাবদ ভাতা দেয়া, প্রতিবেশীদের মধ্যকার ঝগড়া-বিবাদ নিরসন এবং সামাজিক শৃংখলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশকে সহায়তা করা। পাড়া কমিটিগুলো খুঁটিনাটি সব বিষয়ই দেখাশুনা করে থাকে এবং সমাজের নানা ধরণের লোকের সঙ্গে মেলামেশা করে থাকে বলে বিভিন্ন পাড়া কমিটির পরিচালকরা সাধারণত অভিজ্ঞ মধ্য বয়সী ও বয়োবৃদ্ধ লোক। তবে গত কয়েক বছরে কিছু সংখ্যক তরুণ-তরুণীও এ পদে নিযুক্ত হয়েছেন। ওয়াং সি তাদের মধ্যে একজন। ১৪ নভেম্বর সমাজ দর্পণ আসরে শি চিং উ চীনের একটি পাড়া কমিটির পরিচালক ওয়াং সির দুঃখ ও আনন্দ আপনাদের জানাবেন।

    অতীতে তৃণভূমিতে বসবাসকারী মঙ্গোলীয় নারীদের মধ্যে অনেকেই বাসার বাইরে যান না। কিন্তু স্থানীয় অর্থনৈতিক বিকাশ ও জনসাধারণের সাংস্কৃতিক মান উন্নত হওয়ার পাশাপাশি অধিক থেকে অধিকতর নারী পশু পালন অঞ্চলের কাজকর্মে অংশগ্রহণ করতে শুরু করেছে। তাদের মধ্যে কেউ কেউ অন্যান্য ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছে। শিলিনকুওলা জেলায় দু'জন মঙ্গোলীয় নারী এরতেনপাওলিকে গ্রামের কর্মকর্তায় পরিণত হয়েছেন। ১৪ নভেম্বর ওরা অনন্য আসরে শুনুন চীনের অন্তর্মঙ্গোলিয়ার উত্তরাংশের শিলিনকুওলা তৃণভূমিতে বসবাসকারী নারীদের কাহিনী।

    অনেকের ধারণায় চীনের তৈরি মোটর গাড়ির গুণগত মান তেমন ভালো নয়। আন্তর্জাতিক নাম করা ট্রেডমার্কের গাড়ির সঙ্গে যার তুলনাই চলে না। কিন্তু গত দশ বারো বছর ধরে চীনের নিজের ট্রেডমার্কের গাড়ি দ্রুতই বিকশিত হয়েছে। চীন সরকার চীনের গাড়ি উত্পাদন বিকাশের জন্য ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। এখন চীনের গাড়ি শিল্প ধাপে ধাপে চীনের জাতীয় অর্থনীতির স্তম্ভ শিল্পে পরিণত হয়েছে। ১৫ নভেম্বর অর্থনীতির অগ্রযাত্রা আসরে শুনুন এই সম্পর্কে একটি প্রতিবেদন।

    উত্তর-পূর্ব চীনের চিলিন একটি কৃষি প্রধান প্রদেশ। কিন্তু এ প্রদেশে যোগ্য গ্রামীণ কারিগরের অভাব ছিল। সুতরাং ২০০৫ সালে এ প্রদেশে এক গ্রাম এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামে একটি কার্যক্রম ও নতুন কৃষকদের প্রায়োগিক প্রশিক্ষণ দেয়া হয়। এই কার্যক্রম অনুযায়ী, যে সব ছাত্রকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, তারা গ্রামের উন্নযনে নিয়োজিত থাকবে। সরকার তাদের লেখাপড়ার খরচ বহন করছে। গত ৩ বছরে ৬ হাজারেরও বেশি কৃষকের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ১৬ নভেম্বর সেই গ্রাম এই জীবন আসরে থান ইয়াও খাং এই কার্যক্রম সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবেন।

    অতীতে চীন সরকারের বন্দোবস্তু অনুযায়ী স্নাতক ছাত্ররা একটি স্থিতিশীল আয়ের চাকরি পেতো। কিন্তু নিজেদের ইচ্ছানুযায়ী পছন্দের কাজ বেছে নিতে পারত না। এখন চীনে প্রতি বছর প্রায় ৪০ লাখ ছাত্র বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিচালনায় নিজেদের পছন্দের কাজ বেছে নিতে পারে। ২৭ বছর বয়সী মাইরা সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের ইনিং শহরের একটি পারিবারিক সেবা দান কোম্পানির মালিক। দু'বছর আগে তিনি সরকারী অফিসের একজন কর্মী ছিলেন। ১৬ নভেম্বর কন্যা জায়া জননী অনুষ্ঠানে চুং শাও লি মাইলা ও তাঁর পারিবারিক সেবা দান কোম্পানির পরিচয় করিয়ে দেবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।