চট্টগ্রামের শ্রোতা মিলন তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে ছেলে-মেয়ে তক বয়সে প্রাথমিক স্কুলে ভর্তি করা যায়? উত্তরে বলছি, সাধারণতঃ চীনের ছেলে-মেয়েরা ছয় বা সাত বছর সয়সে প্রাথমিক স্কুলে ভর্তি করে। তবে বিভিন্ন অঞ্চলে নিয়ম একটু আলাদা। যেমন, পেইচিং, সাংহাইয়ের মত বড় বড় শহরগুলোতে ছেলে-মেয়ে ছয় বছর পূর্ণ হয়ে প্রাথমিক স্কুলে ভর্তি করতে পারে। গ্রামাঞ্চলের ছেলে-মেয়েরা সাধারণতঃ সাত বছর পূর্ণ হয়ে প্রাথমিক স্কুলে ভর্তি করে। কিন্তু কোন কোন পাহাড়ী অঞ্চল অথার্ত কোন কোন অনুন্নত এলাকায় ছেলে-মেয়েরা একটি দেরিতে স্কুলে যায়। কিন্তু যাই হোক, এখন চীনে নয় শ্রেণী পযর্ন্ত শিক্ষা বাধ্যতামূলক। শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে অনুন্নত এলাকায় চীন সরকার বেশী মনোযোগ দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষা ক্ষেত্রে চীন সরকার বিপুল অংক অর্থ বরাদ্দ করেছে। এখন চীন " বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে দেশকে গড়ে তোলা" কৌশলগত নীতি অনুসরণ করছে।
ঢাকা জেলার শ্রোতা সেয়ারা বানুন তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের কোন কোন জায়গায় তুয়ার পড়ে? উত্তরে বলছি, চীন একটি বিশাল দেশ। বিভিন্ন জায়গায় তাপমাত্রা ভিন্ন। শীকালে সাধারণতঃ উত্তর চীনের বেশীর ভাগ জায়গায় তুষার পড়ে। বতর্মানে চীনের উত্তর-পশ্চিম ও উত্তর-পুর্বাঞ্চলে তুষার পড়া শুরু হচ্ছে। সে সব জায়গায় এখন তুষার পড়ছে সে সব জায়গা হল, সিংচিয়াং , তিব্বত, গানসু, অন্তর্মঙ্গোলিয়া, হেইলোংজিয়াং, লিয়াওনিং ও জিলিন। শীতকালে হেইলোংজিয়াং প্রদেশের তাপমাত্রা সবচেয়ে নীচু। সবোর্চ্চ নীচু তাপমাত্রা হল প্রায় মাইনাস ৩০। তবে শীতের কোন কোন সময় দক্ষিণ চীনে তুষারও পড়ে। এখানে উল্লেখ করতে হবে যে, বিশ্বজুড়ে আবহাওয়ার পরিতর্বনের কারণে সাস্প্রতিক বছরগুলোতে শীতকালে তুষার অতীতের চাইতে কম পড়ে। তাপমাত্রাও ততটা নীচু নয়। যেমন ধুরন, বিশ বছর আগে শীতকালে পেইচিংএর সর্বোচ্চ নীচু তাপমাত্রা ছিলু মাইনাস ২০। কিন্তু আজকাল এত নীচু তাপমাত্র পড়ে না। তুষারও কম পড়ে। পড়লেও পরিমাণ অতীতের চাইতে অনেক কম।
সিলেট জেলার শ্রোতা লায়ন তাঁর চিঠিতে চলতি বছরে সি আর আই কোন জ্ঞান যাচাই প্রতিযোগিতার আয়োজন করবে? প্রিয় শ্রোতা বন্ধু, আপনা এখন যদি রেডিওয়ের পাশে বসে আছেন তাহলে অবশ্যই আপনি আজকের অনুষ্ঠানের শুরুতে একটি ঘোষণা শুনেছেন।আগামী সপ্তাহের মুখোমুখি অনুষ্ঠানে এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতা সম্পর্কে প্রথমটি প্রবন্ধ প্রচারিত হবে। মোট চাঁরটি প্রবন্ধ আমাদের অনুষ্ঠানে প্রচারিত হবে। আশা করি , আপনি মন দিয়ে শুনবেন। আপাদের মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ চাঁটি প্রবন্ধ আমাদের অনুষ্ঠান পুনরায় প্রচারিত হবে।
শ্রোতা বন্ধুরা, আমাদের মুখোমুখি অনুষ্ঠান আপনাদের নিজস্ব অনুষ্ঠান। সুতরাং চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। এই অনুষ্ঠানে অবিলম্বে আপনাদের প্রশ্নের উত্তর দেয়া হবে। আজকের অনুষ্ঠান এখানে শেষ হল। ভাল থাকুন, সুস্থ্য থাকুন আগামী সপ্তাহের শনিবারে আবার কথা হবে।
|