৭ নভেম্বর জর্জিয়ার প্রেসিডেন্ট মিখায়েল দেশব্যাপী জরুরী অবস্থা জারি করার পর, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র জর্জিয়ার বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
ই ইউ'র কূটনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি হ্যাভিয়ার সোলানা বিবৃতিতে বলেন, রাজনৈতিক বিরোধ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাধান করা উচিত। একই সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি এড়ানোর জন্য বিরোধী পক্ষগুলোর উচিত অব্যাহত সংলাপ চালিয়ে যাওয়া। সোলানা বিবদমান পক্ষগুলোর সঙ্গে কথা বলার জন্য দক্ষিণ ককেশিয়ার বিশেষ দূতকে জর্জিয়ার রাজধানীতে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিন মার্কিন মুখপাত্র শন ম্যাকর্কম্যাক বলেন, জর্জিয়া সরকার এবং বিরোধী পক্ষগুলোর উচিত পরস্পরের বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা--ওয়াং হাইমান
|