চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় আর বিশ্ব এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া তহবিল ৮ নভেশ্বর পেইচিংয়ে ঘোষণা করেছে, দু'পক্ষ বেসরকারী সংস্থাগুলোর চীনের এইডস প্রতিরোধ ও চিকিত্সা কাজে অংশ নেয়ার জন্য উদ্বুদ্ধকরণ ও সমর্থন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে। এর জন্য পরবর্তী পাঁচ বছর বিশ্ব তহবিল চীনকে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সাহায্য দেবে।
চীনের স্বাস্থ্য উপ-মন্ত্রী হুয়াং জিয়ে ফু বলেছেন, চীন সরকার এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিত্সা কাজের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং ধারাবাহিক সক্রিয় ব্যবস্থা নিয়েছে। হুয়াং জিয়ে ফু ২০০২ সালে বিশ্ব তহবিল প্রতিষ্ঠার পর অর্জিত সফলতার প্রশংসা করেছেন। তিনি বলেন, চীনের স্বাস্থ্য বিভাগ বিশ্ব তহবিলের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
বিশ্ব তহবিলের নির্বাহী পরিচালক মিচেল কাজাচকাইন বলেন, চীনের এইডস, যক্ষ্ম ও ম্যালেরিয়া প্রতিরোধের জন্য বিশ্ব তহবিল চীনে ৪০ কোটি মার্কিন ডলার সাহায্য দিয়েছে। চীন হচ্ছে এই সংস্থার আর্থিক সাহায্য পাওয়া সবচেয়ে বেশি দেশের অন্যতম। চীন সবচেয়ে ভালো ফলও পেয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|