৭ নভেম্বর জর্জিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী গিত্তর্গি আরভেলাদজে জানিয়েছেন , প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলি ১৫ দিনের জন্য দেশব্যাপী জরুরী অবস্থা জারি করেছেন।
আরভেলাদজে বলেন, জরুরী অবস্থা চলার সময় সরকারি টেলিভিশন বেতার ছাড়া, অন্য কোনো প্রচার মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য প্রকাশ নিষিদ্ধ করা হয়েছে।
এদিন জর্জিয়ার প্রধানমন্ত্রী জুরাব নোগাইদেলি এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট সাকাশভিলি প্রথম পর্যায়ে রাজধানিতে জরুরী অবস্থা বলবত্ করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এ সময়, রাজধানীতে মিছিল, সমাবেশ এবং উস্কানিমূলক কর্মকান্ড বেআইনি ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন,সারা দেশের জরুরী অবস্থা রাজধানীর আইন শৃংখলা পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। আইন শৃংখলা স্বাভাবিক হলে জরুরী অবস্থার তুলে নেয়া হবে।--ওয়াং হাইমান
|