৭ নভেম্বর থেকে দু'দিনব্যাপী চীন-আসিয়ান দক্ষ মানব সম্পদ উন্নয়ন সহযোগিতা ফোরাম গুয়াংসি নানিনে শুরু হয়েছে।
চীনের সংস্থাপন উপ মন্ত্রী ওয়াং সিও ছু বলেন, বতর্মানে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চলের নির্মাণ বাস্তব পযার্য়ে প্রবেশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সহযোগিতা গভীরভাবে প্রসারিত হওয়ার পাশাপাশি , কৃষি, বাণিজ্য, পুঁজিবিনিয়োগ, গণ ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে ব্যাপক সংখ্যায় দক্ষ পেশাদার তৈরী করতে হবে। তা ছাড়া. চীন ও আসিয়ান দেশগুলোতে শ্রমিকদের শিক্ষার দক্ষ মানব সম্পদের অভাব রয়েছে। তিনি বলেন, দক্ষ মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত।
চীন ও আসিয়ান দেশগুলোর সংস্থাপন বিভাগের কর্মকর্তা, বিশেষজ্ঞ ও সুধী সমাজ এবং বিশ্বের বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের ৬০জনেরও বেশী প্রতিনিধিরা এবারের ফোরামে অংশ নিয়েছেন।
|