চীনের রাষ্ট্রীয় পরিষদের পশ্চিমাঞ্চল উন্নয়নের নেতৃগ্রুপের উপপরিচালক চাও ইউ শু ৭ নভেম্বর শানসি প্রদেশের সিআনে বলেছেন, চীনের পশ্চিমাঞ্চলের মহা-উন্নয়ন কার্যক্রস শুরুর পর পশ্চিমাঞ্চলের বুনিয়াদী ব্যবস্থা জোরদার করা এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার পর্যায় থেকে নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
তিনি বলেন, বিশেষ বিশেষ প্রধান শিল্প উন্নয়ন জোরদার করা হচ্ছে চীনের পশ্চিমাঞ্চলে মহা-উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী লক্ষ্য। পশ্চিমাঞ্চলের জ্বালানি সম্পদ, সাজ-সরজ্ঞাম তৈরি এবং কৃষি ও আনুষংগিক পণ্যের প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য রয়েছে। পশ্চিমাঞ্চলে এসব প্রধান খাত ব্যবহার করে দ্রুত বিশেষ শিল্প গড়ে তোলা উচিত।(লিলু)
|