৮ নভেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও বলেন, ৩ অক্টোবর ছ'পক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত যৌথ দলিলে উত্তর কোরিয়ার পরমাণু পরিকল্পনার আবেদন সম্পর্কে নীতি প্রণয়ন করা হয়েছে । চীন আশা করে, এ ব্যাপারে উত্তর কোরিয়ার প্রতিশ্রুতি পাওয়া যাবে ।
সংবাদদাতাদের প্রশ্ন উত্তর দেওয়ার সময় তিনি আরও বলেন, বর্তমানে চীন উত্তর কোরিয়ার পরমাণু স্থাপনার অকেজোকরণ চালানোর কাজ সন্তুষ্ট । তবে কখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য পরমাণু অকেজোকরণের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে । সে ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতৈক্য দরকার ।
(ছাও ইয়ান হুয়া)
|