সম্প্রতি চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা শহরে এ বছরের প্রথম তুষার পড়েছে । এর সংগে সংগে তিব্বতের পর্যটন তুষারের মৌসুমে প্রবেশ করেছে ।
বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে তিব্বতের বেশ কয়েকটি স্থানে সারা বছর তুষার পড়ার দৃশ্য দেখতে পাওয়া গেলেও তিব্বতের পর্যটন মহল সাধারণত প্রধান পর্যটন শহর লাসার প্রথম তুষারপাতকে তুষার মৌসুমে সূচনা বলে মনে করে থাকে ।
জানা গেছে , তিব্বতের চুমোলংমা ও নামজাগবারওয়া শৃংগ এ বছর পর্যটকদের দৃষ্টি আকষণ করবে । এ বছর তুষারাচ্ছন্ন এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ।
তাছাড়া গত ১ নভেম্বর থেকে তিব্বতের ইয়ালু জাম্বু বৃহত উপত্যকাও আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্যে খোলা হয়েছে ।
জানা গেছে , তিব্বতে যাওয়া পর্যটকদের খরচও গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ কমে আসবে
|