চীনা সমাজ একাডেমিক সদস্য , চাঁদ-প্রদক্ষিণকারী অনুসন্ধান প্রকল্পের চাঁদ ব্যবহারিক বিজ্ঞানের প্রধান বিজ্ঞানী ও ইয়াং চি ইউয়ান বুধবার পেইচিংয়ে বলেছেন , চাঁদ ও মংগলগ্রহের ওপর অনুসন্ধান তত্পরতা ভবিষ্যতে মহাকাশে মানবজাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তত্পরতার মুখ্য বিষয়ে পরিণত হবে ।
এদিন পেইচিংয়ে আয়োজিত মহাকাশ প্রযুক্তির উন্নয়নের একটি শীর্ষ ফোরামে ও ইয়াং চি ইউয়ান এ কথা বলেছেন ।
তিনি বলেন , ২১ শতাব্দিতে মহাশূণ্য অনুসন্ধানের ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলবে ।
চাঁদ অনুসন্ধান হচ্ছে চীনের মহাকাশ অনুসন্ধানের একটি প্রাথমিক প্রকল্প । তাছাড়া চীন মংগলগ্রহ ও ছোটখাটো গ্রহ অনুসন্ধানের পরিকল্পনাও হাতে নিয়েছে ।
|