v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-09 15:54:56    
চীনের কমিউনিষ্ট পার্টির সপ্তদশ কংগ্রসের প্রতিনিধি এবং পিনহাই জেলার তোংচেং গ্রামের পার্টি সম্পাদক সুয়ে চেংহোং

cri

 

    ক্যাডারদের মধ্যে যারা ধনী হওয়ার পথে জনগণকে নেতৃত্ব দিতে পারেন না তারা কখনও গ্রামের ক্যাডার হবেন না। যারা শুধু নিজে ধনী হওয়ার ব্যাপারে আগ্রহী তারা অযোগ্য এবং ধনী হওয়ায় যারা সবাইকে নেতৃত্ব দেন তারাই হচ্ছেন ভালো ক্যাডার।

    আপনারা এখন যে কথা শুনছেন তা হচ্ছে চীনের গ্রামাঞ্চলের তৃণমূল পর্যায়ের ক্যাডার নিজের নির্ধারিত কর্মকর্তা হওয়ার বিধি। এই বিধি অনুসারে তাঁর নেতৃত্বে সারা গ্রামের জনগণ ধনী হওয়ার পথে চলেছেন। তিনি হচ্ছেন চীনের চিয়াংসু প্রদেশের ইয়ানছেং শহরের পিনহাই জেলার তোংচেং গ্রামের পার্টি সম্পাদক সুয়ে চেংহোং। চীনের কমিউনিষ্ট পার্টির সপ্তদশ কংগ্রস চলাকালে তিনি আমাদের বেতারের সংবাদদাতা কাওশানকে সাক্ষাত্কার দিয়েছেন। এখন শুনুন সেই সাক্ষাত্কার মূলক অনুষ্ঠানটি।

    আগে চিয়াংসু প্রদেশের ইয়ানছেং শহরের পিনহাই জেলার তোংচেং গ্রাম হুয়াংহাই নদীর পাশে একটি প্রত্যন্ত এবং পশ্চাত্পদ গ্রাম ছিল। সারা গ্রামের প্রায় ৫৪৩.৭ একর আবাদী জমি অত্যধিক লবনাক্ত বলে কম উত্পাদনকারী জমি। মোট ১৯০০ জনেরও বেশী অধিবাসী এই গ্রামে বসবাস করেন। প্রতি বছর তাদের মাথাপিছু আয় মাত্র ১০০০ ইউয়ান রেনমিনপি ছিল। তারা সরকারের সাহায্য দেয়া খাদ্যশস্য খেতেন এবং কাউচ ঘাস দিয়ে তৈরী ছোটছোট ও ভেজা বাড়িতে বসবাস করতেন। সারা গ্রামে একটিও ভালো রাস্তা ছিল না। ১৯৯৯ সাল পর্যন্ত গ্রামবাসীরা মোট ১০ লাখ ইউয়ান ঋণ নেন।

    ২০০০ সালে সুয়ে চেংহোং এই গ্রামাঞ্চলের পার্টি সম্পাদক নির্বাচিত হন। গ্রামাঞ্চলের এ ধরণের খারাপ অবস্থা দেখে তিনি মোটেই ভয় পাননি। তিনি সংবাদদাতাকে বলেন,

    আমি আশা করি, আমাদের গ্রামবাসীরা দ্রুত ধনী হতে পারবেন এবং গ্রামবাসীরা শহরের জনগণের মতো জীবন-যাপন করতে পারবেন। এটি হচ্ছে আমার স্বপ্ন।

    ধারাবাহিক জরিপের পর সুয়ে চেংহোংয়ের নেতৃত্বে গ্রামাঞ্চলের পার্টি শাখার কর্মকর্তারা দারিদ্র্যমোচন এবং ধনী হওয়ার পরিকল্পনা প্রণয়ন করেছেন। তাঁরা খাল খনন এবং বৈদ্যুতিক জলসেচ ও জল নিষ্কাশন কেন্দ্র নির্মাণ করেন। মাত্র তিন বছরের মধ্যে এই গ্রামাঞ্চলের সবাই সকল ঋণ পরিশোধ করে দেন। তা ছাড়াও, এ গ্রামাঞ্চলের তহবিলে অতিরিক্ত অর্থ জমা হয়েছে।

    তবে এতে সুয়ে চেংহোং সন্তুষ্ট নয়। তাঁর উদ্দেশ্য হলো সারা গ্রামাঞ্চলের জনগণকে স্বচ্ছল হওয়ার পথে নিয়ে যাওয়া। প্রথমে তিনি গ্রামবাসীদের ধারণা নবায়ন করে তাদের ধনী হওয়ার আত্মবিশ্বাস জোরদার করেন।

 

    তা ছাড়াও, তিনি অর্থনৈতিক ক্ষেত্রে গ্রামবাসীদের সাহায্য দেন। সাম্প্রতিক বছরগুলোতে সুয়ে চেংহোংয়ের পরিবার ধনী হয়েছে। তাঁর পরিবারে গাড়ি, কৃষি যন্ত্র এবং ধানমাড়াই যন্ত্র আছে। কিন্তু তিনি অন্যান্য দরিদ্র গ্রামীণ পরিবারের কথা কখনও ভুলেন নি। উত্পাদন বাড়ানোর জন্য গ্রামাঞ্চলের কৃষকদের প্রচুর অর্থের দরকার পড়তো। তিনি নিজের আমানত দায়বদ্ধ রেখে ঋণ পরিশোধের ক্ষেত্রে গ্রামবাসীদেরকে সাহায্য দেন। সবসময় তিনি নিজেকে ঝুঁকিতে রাখেন এবং কল্যাণ জনগণকে দেন।

    গ্রামাঞ্চলের যুবক-যুবতীদের কৃষি প্রযুক্তির বিজ্ঞান শেখার চাহিদা পূরণের জন্য সুয়ে চেংহোং-এর সাহায্যে তাঁর স্বামী নিজের বাড়িতে অবৈতনিক প্রশিক্ষণ ক্লাস চালু করেন। যথাক্রমে আয়োজিত ২০টিরও বেশী ক্লাসে মোট এক হাজার লোক প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ পাওয়া একজন গ্রামবাসী তেই রেনচুইন সংবাদদাতাদের দেয়া সাক্ষাত্কারে বলেন,

    সুয়ে চেংহোং-র স্বামী কৃষি যন্ত্র ক্ষেত্রে আমাকে অনেক জ্ঞান শিখিয়েছেন। আমি মৌলিক জ্ঞান থেকে শিখতে শুরু করি। পরে অনেক বিষয় শিখে ফেলি। তা ছাড়া, সুয়ে চেংহোং নিজের উদ্যোগে আমাকে ঋণ দেন। তাঁর সাহায্যে আমার প্রকল্প শুরু হয়েছে। এখন প্রতি বছর আমি কয়েক লাখ ইউয়ান রেনমিনপি আয় করতে পারি।

 

    বর্তমানে তোংচেং গ্রামাঞ্চলের বিশাল পরিবর্তন ঘটেছে। সারা গ্রামের ৪০০টিরও বেশী গ্রামীণ পরিবারের মধ্যে ৩০০টিরও বেশী পরিবার যন্ত্র ও পরিবহণ গাড়ি আছে। প্রতি বছর কৃষকদের মাথাপিছু নিট আয় আট হাজারেরও বেশী ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে।

    সুয়ে চেংহোংয়ের নেতৃত্বে তোংচেং গ্রাম চিয়াংসু প্রদেশের একটি সভ্য গ্রাম, প্রাকৃতিক গ্রাম, স্বাস্থ্যকর গ্রামসহ বিভিন্ন খেতাব পেয়েছে।

    সুয়ে চেংহোংয়ের কৃতিত্ব ইয়ানছেং শহর তথা সারা দেশে প্রবল সাড়া জাড়িয়েছে। ইয়ানছেং শহরের পার্টি সম্পাদক চাওপোং বলেন, তৃণমুলের সকল কর্মকর্তাদের সুয়ে চেংহোংয়ের মর্ম থেকে শিক্ষা নেয়া উচিত। তিনি বলেন,

    ইয়ানছেং শহরের পার্টি কমিটি সুয়ে চেংহোংকে তৃণমুল ক্যাডারের আদর্শ হিসেবে নির্ধারণ করে সারা শহরে তাঁর অভিজ্ঞতা সম্প্রসারণ করে। এর উদ্দেশ্য হলো গ্রামাঞ্চলের তৃণমুল ক্যাডারদের তাঁর মর্ম শেখায় উত্সাহ দেয়া এবং এ ধরণের আরো বেশী ক্যাডারকে প্রশিক্ষিত করে তোলা। এটি হচ্ছে আমাদের পার্টির তৃণমুল সংস্থা গঠনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নতুন গ্রামাঞ্চল নির্মাণেও এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।

    চীনের কমিউনিষ্ট পার্টির ১৭ তম কংগ্রেস চলাকালে চিয়াংসু প্রতিনিধি দলের আলোচনা সভায় অংশ নেয়ার সময় চীনা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক হু চিনথাও সুয়ে চেংহোংয়ের কর্মের রিপোর্ট শুনেছেন। তিনি সু চেংহোংয়ের কাজের স্বীকৃতি দিয়েছেন এবং তাঁকে উত্সাহ দিয়েছেন।

    এসব গৌরবের মুখে সুয়ে চেংহোং বলেন,

    আমার দায়িত্ব খুব ভারী। জনগণকে স্বচ্ছল হওয়ার পথে নেতৃত্ব দেয়া হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য ও অন্বেষা। (লিলি)