আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলানে আত্মঘাতি বিস্ফোরণে নিহতদের জন্য আফগানিস্তানে ৭ নভেম্বর থেকে ৩ দিনব্যাপী জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ কথা জানান।
কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহত ৬জন পার্নামেন্ট সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ দিন থেকে নিহতদের শোকে সারা দেশে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের ধরতে তদন্তের কাজ পুরোদম চলছে। তিনি জোর দিয়ে বলেন, " আফগান জনগণের মনোবল খুব । এ ধরণের হামলা আমাদেরকে লক্ষ্য বাস্তবায়নের জন্য বাধা হবে না।"
৬ নভেম্বর বিকাল আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাগদাদে একটি আত্মঘাতি বিস্ফোরণে ৬জন পার্লামেন্ট সদস্যসহ মোট ৪১ জন নিহত এবং অনেকেই আহত হয়। --ওয়াং হাই মান
|