মার্কিন ডলারের মন্দাবস্থা এবং যুক্তরাষ্ট্রের তেলের মজুদ কমে আসার আশংকার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মংগলবার আবারো নতুন রেকর্ড সৃষ্টি করেছে ।
বিশ্লেষকরা বলেছেন , মার্কিন ডলারের একটানা মূল্য হ্রাস এ সংগে জড়িত তেলের দামও বেড়েই চলেছে । ৭ নভেম্বর মার্কিন জ্বালানী মন্ত্রণালয়ের প্রকাশিতব্য তেলের মজুদ সংক্রান্ত প্রতিবেদনে দেখা যাবে , গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুদ কিছুটা কমে এসেছে । এতে লেনদেনকারীদের উদ্বেগ বেড়েছে । ফলে এদিন আন্তর্জাতিব বাজারে তেলের দাম ব্যাপকহারে বেড়েছে ।
|