v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-07 19:13:20    
চীন ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী

cri
    ৭ নভেম্বর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও বলেন, চীন ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখে এবং দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে আগ্রহী ।

    ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী উবোনো সুদর্শনোর সঙ্গে সাক্ষাত্কালে উ পাং কুও বলেন, ইন্দোনেশিয়া হচ্ছে আসিয়ানের মধ্যে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার প্রথম দেশ । সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ,অর্থনৈতিক, সামরিক , সাংস্কৃতিক , বিজ্ঞান ও পর্যটনক্ষেত্রে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহতভাবে বিকশিত হয়েছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যাপারে সংলাপ ও সহায়তা বজায় রেখেছে । তিনি বলেন, দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দু'দেশের সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রেদ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্কের জন্য নতুন শক্তি যুগিয়েছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক ভুমিকা পালন করেছে ।

    উবোনো সুদর্শনো বলেন, ইন্দোনেশিয়া দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করে । তিনি বলেন, চীনের উন্নয়ন দক্ষিণপূর্ব এশিয়া এবং বিশ্বের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এবং দু'দেশের সহযোগিতার জন্য নতুন প্রাণশক্তি নিয়ে এসেছে । ইন্দোনেশিয়া চীনের সঙ্গে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের কৌশলগত সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপারে চীনের ভুমিকাকে সমর্থন করবে ।

    চীনের কেন্দ্রীয় সামরিক কমিটির ভাইস চেয়ারম্যান ,রাষ্ট্রীয় কাউন্সিলর ছাও কাং ছুয়ানের সঙ্গেও উবোনো সুদর্শনো বৈঠক করেছেন । বৈঠকের পর ,ছাও কাং ছুয়ান এবং উবোনো সুদর্শনো দু'দেশের সরকারের পক্ষ থেকে 'চীন-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতামূলক চুক্তি' স্বাক্ষর করেন ।

    (ছাও ইয়ান হুয়া)