কানাডার প্রতিরক্ষা মন্ত্রী পিটার গর্ডন ম্যাকের ৬ নভেম্বর দুটি রকেট হামলা থেকে রক্ষা নেয়েছেন। ম্যাকের মুখপাত্র জানান, হামলার সময় ম্যাকে আফগানিস্তানে কানাডার একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করছিলেন। এ সময় হামলা হলে ভাগ্যের জোরে তিনি বেঁচে যান।
দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারের পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটিতে ম্যাকে হামলার মধ্যে পড়েন। ঘাঁটির চারজন সৈন্য এতে আহত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ম্যাকের এটাই প্রথম আফগানিস্তান সফর। মুখপাত্র বলেন, এবারের সফরের উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তানে মোতায়েন ক্যানাডার বাহিনী প্রশিক্ষণের অবস্থা জানা । তবে হামলার ঘটনায় তার সফর স্থগিত হবে না।(লিলু)
|