চীনের ব্যাংকিং কোম্পানিগুলোর সার্বিক মান উন্নয়নের জন্য চীনের ব্যাংকিং তত্ত্বাবধান পরিচালনা কমিশন গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা নেবে। সম্প্রতি টিয়েন চিনে অনুষ্ঠিত "কোম্পানি পরিচালনা সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে" কমিশনের চেয়ারম্যান লিউ মিং খাং এই কথা বলেছেন।
তিনি বলেন, ব্যাংকিং তত্ত্বাবধান পরিচালনা কমিশন বিদেশের ব্যাংকিং খাত পরিচালনার ক্ষেত্রে সেরা নজিরগুলো গবেষণা করবে এবং কোম্পানি পরিচালনার ওপর পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে নিয়মতান্ত্রিক পরিচালনা পদ্ধতি আরোপ এবং তদারকি করবে। তা ছাড়া তথ্য প্রকাশের বিষয়বস্তু, গভীরতা ও ব্যাপকতাও নিয়মতান্ত্রিক করা হবে। ব্যাংকের স্বচ্ছতা বাড়ানো ও উর্ধ্বতন কর্মকর্তাদের বাজার পরিচালনার দক্ষতা জোরদার করার মাধ্যমে ব্যাংকগুলোর ব্যবস্থাপনার মানের উন্নয়ন করা হবে।
জানা গেছে, বর্তমানে চীনের বাণিজ্য ব্যাংকিং কোম্পানি নিয়ন্ত্রণের কাঠামো চালু হয়েছে। লিউ মিং খাং বলেন, এখন চীন ব্যাংকিং কোম্পানিগুলোর নিয়ন্ত্রণের অংশ হিসেবে এর স্বচ্ছতা, নির্বাহী ক্ষমতা, ঝুঁকি মোকাবিলাসহ নানা ক্ষেত্রে চেষ্টা চালিয়ে যাবে। যাতে ধাপে ধাপে চীনের ব্যাংকিং কোম্পানির নিয়ন্ত্রণের মান আরো উন্নত হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|