v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-07 18:47:35    
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব জোরদার করে বাস্তবসহযোগিতাকে সামনে এগিয়ে নেওয়ার ডাক

cri

    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ইউরোপ ও এশিয়ার ৪টি দেশে তাঁর সফর শেষ করে ৭ নভেম্বর সকালে পেইচিংয়ে ফিরে এসেছেন । তাঁর সফরসঙ্গী চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি এবার সফরের সাফল্য সম্পর্কে সাংবাদিকদেরকে দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন , প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের এই সফর উজবেকিস্তান , তুর্কমেনিস্তান ,বেলারুশ ও রাশিয়ার সঙ্গে চীনের সুপ্রতিবেশীসুলভ সম্পর্ককে সুদৃঢ় করেছে । পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করেছে , বাস্তব সহযোগিতা তরান্বিত করেছে এবং ফলপ্রসূ হয়েছে ।

    ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বেলারুশ ও রাশিয়ায় সরকারী সফর করেছেন এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের প্রধানমন্ত্রীদের ষষ্ঠ সম্মেলন, চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদ্বয়ের দ্বাদশ সম্মেলন এবং রাশিয়ায় অনুষ্ঠিত " চীনা বর্ষের" সমাপনী অনুষ্ঠানে অংশ নেন ।

    সাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রীদের ষষ্ঠ সম্মেলনে অংশ নেয়ার সময় ওয়েন চিয়াপাও সদস্য দেশগুলোর মধ্যেকার সহযোগিতা সম্পর্কে বিস্তারিত প্রস্তাব উত্থাপন করেন । এর পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন , সদস্য দেশগুলোকে আর্থবানিজ্য , কৃষি , জ্বালানি শক্তি, যোগাযোগ ও টেলিযোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে ।পরস্পরের অর্থবিনিয়োগ ও শিল্পপ্রতিষ্ঠানেরসহযোগিতাকে উত্সাহ দিতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ রক্ষা  সহ নানা ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা বাড়াতে হবে ।

    ইয়াং চিয়েছি মনে করেন , প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের উত্থাপিত ধারাবাহিক প্রস্তাব সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর সহযোগিতাকে এগিয়ে নিয়েছে । তিনি জানান , ওয়েন চিয়াপাওয়ের প্রস্তাব সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতাদের একান্ত সমর্থন পেয়েছে ।

     ইয়াং চিয়েছি বলেন , রাশিয়া সফরকালে চীন ও রাশিয়ার নেতারা দুদেশের কৌশলগত সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন এবং ধারাবাহিক দলিল স্বাক্ষর করেছেন । রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের সময় ওয়েন চিয়াপাও জোর দিয়ে উল্লেখ করেন , চীন গভীরভাবে " যুগযুগ ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং হাতেহাত মিলিয়ে সামনে এগিযে যাওয়ার " শান্তিপূর্ণ চিন্তাধারা ও উন্নয়নের তত্ত্ব বাস্তবায়িত করবে , দ্বিপাক্ষিককৌশলগত সহযোগিতার রাজনৈতিক, বস্তুগত, সামাজিক , নিরাপত্তাগতভিত্তি সুসংহত করবে এবং এ সহযোগিতার আন্তর্জাতিক সমন্বয় জোরদার করবে ।

    চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সম্পাদিত চুক্তি অনুযায়ী দুদেশ ২০০৬ সাল থেকে এ পর্যন্ত নিজনিজ দেশে " রাশিয়া বর্ষ" ও " চীনা বর্ষ" নামক কার্যক্রম চালিয়ে বিভিন্ন ক্ষেত্রে দুপক্ষের বিনিময় ও সহযোগিতা তরান্বিত করেছে । রাশিয়ায় অনুষ্ঠিত " চীনা বর্ষের" সমাপনী অনুষ্ঠানে দুদেশের প্রধানমন্ত্রী তাদের ভাষনে " রাষ্ট্রীয় বর্ষ" কার্যক্রমের সাফল্য এবং সুগভীর তাত্পর্যের উচ্ছ্বসিতপ্রশংসা করেছেন ।

     চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি বলেন , উজবেকিস্তান , তুর্কমেনিস্তান ও বেলারুশ এই তিনটি দেশ প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সফরকে অত্যন্ত গুরুত্ব দি দেখেছে । সফরকালে চীন এবং এই তিনটি দেশের মধ্যে ধারাবাহিক দ্বিপক্ষীয় সহযোগিতামূলক দলিল স্বাক্ষরিত হয়েছে । এই তিনটি দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত ও বৈঠকের সময় ওয়েন চিয়াপাও জোরের সঙ্গে বলেন , চীন এই তিনটি দেশের জনগণের নিজেদের বেছে নেয়া উন্নয়নের পথকে শ্রদ্ধার চোখে দেখে । রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং জাতীয় অর্থনীতিরউন্নয়নের জন্য এই তিনটি দেশ যে চেষ্টা চালিয়েছে চীন তা সমর্থন করে । মানবাধিকারের অজুহাতে বাইরের শক্তি এই তিনটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে যে হস্তক্ষেপ করেছে চীন তার বিরোধিতা করে । এই তিনটি দেশের নেতারা পৃথকভাবে দ্ব্যর্থহীন কন্ঠে বলেছেন, তাইওয়ান , তিব্বত সমস্যা এবং পূর্ব তুর্কিস্তানকে দমন করার ব্যাপারে তারা অব্যাহতভাবে চীনকে সমর্থন দিয়ে যাবে । চীন ও তিনটি দেশ সর্বসম্মতভাবে সরকার ও পার্লামেন্টের মধ্যে বিনিময় জোরদার , আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে পরস্পরের যোগাযোগ ও সমন্বয় গভীরতর করার ব্যাপারে একমত হয়েছে । --চুং শাওলি