৬ নভেম্বর পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তান সরকার সুচিন্তিতভাবে দেশে অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, পাকিস্তান সরকার দৃঢ়ভাবে সন্ত্রাস দমনের ঘোষণা দিয়েছে। সারা দেশের জনগণও এটা চায় । দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষা করার জন্য দৃঢ় ব্যবস্থা নেয়া ছাড়া পাকিস্তান সরকারের হাতে অন্য কোনো বিকল্প নেই। একই সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়ার ধারা বজায় রাখার জন্য সুষ্ঠু এবং অবাধ সাধারণ নির্বাচনের মাধ্যমে পাকিস্তান সরকার একটি গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাবে । তিনি আরো বলেন, অস্থায়ী সংবিধান অনুযায়ী, আইন-শৃংখলা বজায় রাখার জন্য সরকার পুলিশ এবং সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তাদেরকে নিয়োগ করেছে এবং তাদেরকে দায়িত্ব পালন করার সময় সতর্কতার সঙ্গে ব্যবস্থা নেয়ার জন্য বলা জানানো হয়েছে।
এদিন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দেশের সরকারী টেলিভিশনে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, জরুরী অবস্থা জারি করা পুরোপুরি পাকিস্তানের নিজস্ব ব্যাপার। অন্যান্য দেশের এ ব্যাপারে নাক গলানো উচিত নয় ।--ওয়াং হাইমান
|