v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Sunday Apr 6th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-07 18:28:18    
ইউরোপ ও এশিয়ার চারটি দেশ সফর শেষে ওয়েন চিয়াপাও দেশে ফিরেছেন

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও ইউরোপ ও এশিয়ার চারটি দেশে সফর শেষ করে ৭ নভেম্বর মস্কো থেকে পেইচিংয়ে ফিরেছেন।

    রাশিয়া ছিল ওয়েন চিয়াপাও'র এবারের সফরের সর্বশেষ দেশ। রাশিয়া সফরকালে ওয়েনচিয়াপাও রাশিয়ার প্রধানমন্ত্রী ভিক্টোর জুবকোভের সঙ্গে ১২তম নিয়মিত বৈঠক করেছেন এবং চীন বর্ষের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ওয়েন চিয়া পাও বলেন, পরস্পর চীন ও রাশিয়া বর্ষের  আয়োজন দু'দেশের জনগণের দীর্ঘমেয়াদী মৈত্রী, দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । তিনি বলেন, চীন ও রাশিয়া পরস্পরের বৃহত্তম প্রতিবেশী দেশ এবং সুখ-দুঃখে সমডাগী কৌশলগত অংশীদার । দু'দেশের সম্পর্ককে দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া এবং বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী ও পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা সম্প্রসারণ করা হচ্ছে দু'দেশ  ও দু'দেশের জনগণের সম্মিলিত ইচ্ছা ।

    ওয়েন চিয়া পাও আরও বলেন, দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের ১০ বছর পূর্ণহয়েছে এবং ভালোভাবে বিকশিত হয়েছে । চীন রাশিয়ার সঙ্গে এ সম্পর্কের অব্যাহত উন্নয়ন ত্বরান্বিত করতে আগ্রহী । জুবকোভ বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে রয়েছে । পারস্পরিক আস্থা ও কল্যাণমূলক সহযোগিতা দিন দিন জোরদার ও সম্প্রসারিত হচ্ছে । ব্যাপক ক্ষেত্রে চীনের সঙ্গে দীর্ঘকালীন ও স্থিতিশীল সহযোগিতার ব্যাপারে রাশিয়া আশাবাদী ।

    এছাড়া, ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে  রাশিয়ার ৩০জন ফেডারেল কমিটি ও রাষ্ট্রীয় দুমার প্রতিনিধিরাও  বৈঠক করেছেন ।

    রাশিয়া সফরের আগে , ওয়েন চিয়াপাও উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বেলারুস সফর করেছেন এবং উজবেকিস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রী সম্মেলনের ষষ্ঠ অধিবেশনে অংশ নিয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি বলেছেন, এবারের সফরের মাধ্যমে চীন এ চারটি দেশের সঙ্গে তার পারস্পরিক রাজনৈতিক আস্থাকে গভীর করেছে এবং বাস্তব সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে ।    (ছাও ইয়ান হুয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China