|
শিক্ষাই দীপ শিখা
অন্ধকারের আলো
বাংলায় আজ ঘরে ঘরে
সেই শিক্ষার আলো জ্বাল।
ঘরে যদি থাকে দীপ
লাগেনা কো রাতে ভয়।
কচি-কাঁচা শিশুদের
শিক্ষায় হবে জয়।
চলার ঐ পথ ধরে
বিজয়ের লক্ষে
চলে যাবে সবাই
উন্নত বক্ষে।
শিক্ষার দীপ থাকে ঘরে যার।
জীবনে সে কোনদিন
দেখেনা কো ঘন কালো আঁধার।
----বাংলাদেশের বগুড়া জেলার পাওনিয়ার রেডিও এ্যান্ড টিভি ক্লাবের প্রেসিডেন্ট এম.এ.বারিক। (লিলি)
|