 চীনের আন্তর্জাতিক শিল্প মেলা ৬ নভেম্বর সাংহাইতে শুরু হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও সাংহাই শহরের কমিউনিস্ট পার্টির সম্পাদক ইউ চেং শেং মেলার উদ্বোধন করেন। চীনের উপ প্রধানমন্ত্রী চেং ফেই ইয়ান উদ্বোধনী অনুষ্ঠানে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
বার্তায় চেং ফেইয়ান বলেছেন, চীনের আন্তর্জাতিক শিল্প মেলা বিজ্ঞান ও প্রযুক্তির নবায়ন ও উদ্ভাবন, শিল্প ক্ষেত্রের দেশী ও বিদেশী যোগাযোগ ও সহযোগিতার উন্নয়ন এবং চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাজারে প্রবেশকে ত্বরান্বিত করার ইতিবাচক ভূমিকা পালন করেছে। তিনি আশা করেন, চীনের আন্তর্জাতিক শিল্প মেলা ভবিষ্যতে আরও পুর্ণাংগ হয়ে উঠবে। এছাড়াও পর্যায় ক্রমে এর উন্নয়ন, দেশী ও বিদেশী শিল্প প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সেতুর ভূমিকা পালন করবে। এ মেলা অর্থনীতির উন্নয়নে পদ্ধতি পরিবর্তন ও দ্রুত জিডিপি বৃদ্ধির ব্যাপারে অবদান রাখবে।
চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় ও সাংহাই পৌর সরকার যৌথভাবে এ মেলার আয়োজন করে। চীনে বিদেশী দূতাবাস, দেশী ও বিদেশী সমিতির কর্মকর্তাগণ এবং দেশী ও বিদেশী ব্যবসায়ীসহ মোট ২হাজারেরও বেশি লোক এবারের মেলায় অংশ নিয়েছেন।
ছাই ইউয়ে
|