বগুড়া জেলার শ্রোতা মোঃ শওমক আলী তার চিঠিতে বলেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। প্রত্যেক দিন সময় পেলে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। খুব ভাল লাগে। আপনাদের অনুষ্ঠানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল চাওয়া-পাওয়া, চীনা ভাষা শিক্ষা, মুখোমুখি ও মিতালী। চীনের শিল্পীদের গাওয়া গান শুনতে আমার খুব ভাল লাগে। আশা করি ভবিষ্যতে আরও বেশী গান শুনতে পারবো। চীনা শিক্ষার আসর আমি কখনও মিস করি না। এখন আমি বেশ কিছু চীনা বাক্য শিখেছি। কিন্তু দুঃখের ব্যাপার এই যে, এখন পযর্ন্ত আমরা চীনা ভাষা শিক্ষার বই পাই নি। যদি হাতে একটি বই থাকে তাহলে ভাল হত। কবে এই বই ছাপানো হবে জানতে চাই। মিতালী অনুষ্ঠান সত্যিই শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুনতে আমার খুব ভাল লাগে। আশা করি, আপনাদের এই অনুষ্ঠানে আরও বেশী শ্রোতার চিঠি পড়ে শোনাবেন। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হবে বলে আমি আশা করি। শ্রোতা বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উল্লেখ করতে হবে যে, চীনা ভাষা শিক্ষার বই কবে ছাপানো হবে তা আমরা ঠিক মত বলতে পারি না। কারণ এটা সি আর আইএর কতৃর্পক্ষের সিদ্ধান্ত। অবশ্যই যদি এই বই জাপানোর সিদ্ধান্ত নেওয়া হয় আমরা আগে থেকেই আপনাদের জানাবো। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। কোনো প্রশ্ন ও মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার।
রাজশাহী জেলার শ্রোতা সেলিম তার চিঠিতে লিখেছেন, আমি আপনাদের এক জন নতুন শ্রোতা। মাত্র দু'মাস আগে আপনাদের অনুষ্ঠান শুনতে শুরু করি। আমার চারপাশের বন্ধুরা আপনাদের নিয়মিত শ্রোতা। তাদের প্রভাবে আমিও তাদের দলে যোদ দিয়েছি। এখন আমি মাঝে মাঝে তাদের সঙ্গে আপনাদের বাংলা অনুষ্ঠান শুনি। খুব ভাল লাগে । আমি আপনাদের একজন নতুন সদস্য হতে চাই। আমি আগ্রহের সঙ্গে আপাদের " আমি তুমি সে" পত্রিকা পড়েছি। পত্রিকাটি পড়তে খুব ভাগে। আমি করি আমাকে সর্বশেষ সংখ্যার আমি তুমি সে পত্রিকা পাঠাবেন। তাহলে খুব খুশী হব। শ্রোতা বন্ধু, আপনার মত একজন নতুন শ্রোতাকে পেয়ে খুশী হলাম। ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে। আমরা অবশ্যই সর্বশেষ সংখ্যা আমি তুমি সে পত্রিকা আপনাকে পাঠাবো। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা দরকার।
কুমিলা জেলার শ্রোতা মুকলেস তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা । আমি একটি গার্মেন্টসের শ্রমিক। দিনে কাজে ব্যস্ত । প্রত্যেক দিন ক্লান্ত দেহ নিয়ে বাড়ীতে ফিরে আসি। কিন্তু তা স্বত্তেও আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। চাওয়া-পাওয়া অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। মিষ্টি গান শুনতে শুনতে আমার ক্লান্তি মনে আপনাআপনি চলে যায়। আমি চীনের সংগীতও পছন্দ করি। মাঝে মাঝে আমি পিছায় শুয়ে আপনাদের অনুষ্ঠান উপভোগ করি। কি আলন্দের ব্যাপার। মিতালী অনুষ্ঠান , চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানও আমার খুব ভাল লাগে। প্রিয় বন্ধু, আমাদের অনুষ্ঠান এত মান দিয়ে শোনার জন্যে ধন্যবাদ। আশি করি আমাদের বাংলা অনুষ্ঠান আপনার জীবনের সঙ্গী হবে। আশা করি নিয়মিত আমাদের অনু্ষ্ঠান শুনবেন। অব্শ্যই আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার অনেক অবকাশ আছে। সুতরাং আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনার পরামর্শ চাই। যদি কোন মতামত বা পরামর্শ থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব। আমাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন বলে আমাদের প্রত্যাশা।
রাজশাহী জেলার শ্রোতা মুসতাফ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি বিভিন্ন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনে থাকি। কিন্তু সি আর আইয়ের বাংলা অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। কারণ চীন আমাদের বন্ধু দেশ। চীন সম্পর্কে জানা আমার বড় আগ্রহ। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল চীনা ভাষা শিখা, চলুন বেড়িয়ে আসি, মুখোমুখি অনুষ্ঠান । বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হবে বলে আমি আশা করি। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্যে । আমি আমাদের একজন পুরাতন শ্রোতা। নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আপনি মাঝে মাঝে ভাল ভাল পরামর্শ দেন। এ জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগের মত ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের সহযোগিতা দরকার। অবশ্যই আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্যবাবে প্রচেষ্টা চালাবো। যাতে আমাদের ওপর আপনাদের আশাহত না করা হয়।
সিরাজ গন্জ জেলার শ্রোতা সিসেস রাশিদা তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা বিভাগের একজন মিয়মিত শ্রোতা। আমি ১৯৯৯ সাল থেকে আপনাদের অনুষ্ঠান শুনি এবং পত্র যোগাযোগ করে থাকি। আমি একজন ছাত্রী। সি আর আইএর বাংলা অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয়। সি আর আইএর প্রতিটি অনুষ্ঠান আমাকে মুগ্ধ করে। পনাশুনার ফাঁকে ফাঁকে আমি আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। খুব ভাল লাগে। বিশেষ করে আপনাদের প্রত্যেক বুবধারের মুখোমুখি আর প্রত্যেক শনিবারের মিতালী আমার কাছে সবচেয়ে প্রিয়। এ দুটো অনুষ্ঠান শুনতে আমি কোন দিন মিস করি না।শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠান শোনার জন্যে ধন্যবাদ। শ্রোতাদের প্রত্যাশাকে আশাহত না করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আশা করি, মিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
সুনামগনজ জেলার শ্রোতা মো: শাহদত হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একজন পুরানো শ্রোতা। ছাত্রাবস্থায় আপনাদের কাছে নিয়মিত লিখতাম। সম্প্রতি আবার লেখা শুরু করেছি। আমি মনে করি, অনুষ্ঠান শুনার পাশাপাশি নিয়মিত ডাক যোগাযোগও থাকা দরকার। আমি মূলত আপনাদের সকালের প্রচারিত অনুষ্ঠান শুনে থাকি। জরুরী কথা হলো: আমি আপনাদের তালিকাভুক্ত শ্রোতা হতে চাই। এ ছাড়া আমি একটি শ্রোতা সংঘের সভাপতি। ক্লাবটি বেশ কিছু দিন যাবত নিষ্ক্রিয়, এখন এটিকে আমি সক্রিয় করতে চাই। সে জন্যে আপনাদের সুন্দর যোগাযোগের অপেক্ষায় রইলাম। প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনান জন্য। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। আসলে আপনি আমাদের একজন তালিকাভুক্ত শ্রোতা হয়েছেন। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠিপত্র পেয়ে থাকি। আমরা জানি, আপনি মন দিয়ে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। এ জন্য আমরা খুব মুগ্ধ হয়েছি।আশা করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে, আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরামর্শ খুবই দরদার। তাই নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ বজায় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
|