v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-06 21:21:53    
চেন খুন ও তাঁর প্রথম অ্যালবাম

cri

    চীনের বিনোদন ক্ষেত্রের নিয়ম অনুযায়ী, যারা চমত্কার চলচ্চিত্র বা নাটকে অভিনয় করে জনপ্রিয় তারকা পরিণত হতে পারেন, তারাই গানের শিল্পী হিসেবে দলভুক্ত হতে পারেন। তারকা চেন খুন ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে শিল্পীদের দলে প্রবেশের কথা ঘোষণা করেছেন। সে বছরেই তাঁর প্রথম অ্যালবাম "সঞ্চারণ" প্রকাশিত হয়। তা অসংখ্য চলচ্চিত্রের অনুরাগী ও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখন আপনারা এই অ্যালবামের "নাচ, নাচ, নাচ" শিরোনামের গানটি শুনছেন। চেন খুনের ভালো বন্ধু ডিং ওয়েই বিশেষ করে তাঁর জন্য গানটি করেছেন। চেন খুন রোমান্টিক ও হালকা মেজাজে গানটি গেয়েছেন। গানের মাধ্যমে তিনি শ্রোতাদের নৃত্যের প্রতি উত্সাহিত করে তুলতে চান। যারা তার এই গান শুনেন, তারা মনের অসুখের কথা ভুলে যান।

    চেন খুন বর্তমান চীনের একজন প্রথম লাইনের তারকা শিল্পী। তিনি "কুয়াশার মতো, বৃষ্টির মতো ও বাতাসের মতো", "প্রেমের শিশু"সহ অনেক নাটক ও চলচ্চিত্রেও চমত্কার অভিনয় করেছেন। ধনী পরিবারের ছেলে হোক, ফ্যাশন্যাবল যুবক হোক বা গরীব ছাত্রই হোক না কেন, চেন খুনের প্রত্যেকটি ভূমিকায় সুন্দর অভিনয় ব্যাপক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছে। কিন্তু অনেক দর্শকরাই জানেন না যে, চেন খুন অভিনেতা হওয়ার আগে চীনের প্রাচ্য নৃত্য ও গীত দলের কন্ঠ শিল্পী ছিলেন। তিনিও শ্রেষ্ঠ পপ সংগীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। পরে তিনি টেলিভিশন নাটকের অভিনয়ের জন্য সারা চীনে জনপ্রিয় হলেও কখনোই গান গাওয়ার স্বপ্ন ত্যাগ করেন নি। "পৃথিবীতে ভালোবাসা আছে" নামে টেলিভিশন নাটকে চেন খুন প্রথম বারের মতো নাটকের "সহজে ফিরে যাওয়া" শিরোনামের প্রধান গানটি গেয়েছেন এবং প্রচুর প্রশংসা পেয়েছেন। এর পর তিনি হংকংয়ের বি এম জি কোম্পানির সঙ্গে কন্ঠ শিল্পী হিসেবে চুক্তি স্বাক্ষর করেন। এক বছর প্রস্তুতি নেয়ার পর তার "সঞ্চারণ" অ্যালবামটি বেড়োয়।

    আপনারা এখন শুনছেন চেন খুনের গাওয়া "সহজে ফিরে যাওয়া" গানটি। গানটিতে সবার উদ্দেশ্যে বলা হয়েছে যে, মানুষ অস্থিরচিত্তে অন্বেষণ করে । কিন্তু এর পাশাপাশি নিজের সবচেয়ে প্রিয়জন বা চোখের সামনে থাকা সুখী জীবনকে অবহেলা করে। আসলে আমাদের পাশের সহজলভ্য মুগ্ধকর সময় সবচেয়ে মূল্যবান। গানের কথা হলো এমন, "কেবল সহজ সরল হতে চাই। এক পেয়ালা গরম সুপ ভাগ করলেও মনের মাঝে উষ্ণতা পাওয়া যায়। এ ধরনের ছোট ছোট অসাধারণ সুখ সহজ জীবনেও পাওয়া যায়।"

    "সঞ্চারণ" অ্যালবামের গানগুলোর স্টাইল ও ছন্দ চেন খুনের কন্ঠের সঙ্গে মিশে গেছে একাত্ম হয়ে। তিনি কন্ঠের মাধুর্য দিয়ে গানের মাধ্যমে সহজভাবে এক একটি গল্প বলেছেন। এখন শুনুন এই অ্যালবামের প্রধান গান "আতশবাজি"।

    গানের কথা এমন, "তুমি বলেছো, তুমি সর্বোচ্চ স্থানে দাঁড়াতে পছন্দ করো। সেখানে আতশবাজি ফোটানো হচ্ছে সবচেয়ে সুন্দর দৃশ্য। দশ বছর পর আমরা আবার যেদিন মিলিত হবো , সে দিন তোমার কোন পরিবর্তন হবে কি? না আগের মতোই একসঙ্গে আতশবাজি দেখার রোমান্টিক দৃশ্যগুলো উপভোগ করবে?"

    অ্যালবামের নাম "সঞ্চারণ" দেয়ার কারণ হিসেবে চেন খুন বলেছেন, এর দুটি অর্থ আছে। একটা হচ্ছে তার আনুষ্ঠানিকভাবে অভিনেতা থেকে গায়ক হওয়ার কথা বলা। আরেকটা হচ্ছে তাঁর গান যেন শ্রোতাদের মন ভরে তুলতে পারে। এখন শুনুন চেন খুনের গাওয়া একটি প্রেমের গান "অর্ধেক চাঁদ"।

    গানের কথা এমন, সেই রাত ছিল খুব রোমান্টিক। আমি তোমাকে নিয়ে চাঁদ দেখতে গিয়েছি। তুমি লজ্জিত ও আনন্দ বোধের পাশাপাশি শিহরিত। আমি তোমার খুব কাছে এসে তোমাকে হৃদয়ের উষ্ণতায় জড়িয়ে রাখি। মনে হয়, প্রেম যেন চুপিসারে এসেছে। আহা! চাঁদ এতো রোমান্টিক। চাঁদের আলোয় তুমি কত না সুন্দর। আমি চাঁদকে পছন্দ করি। এই রাতে শুধু প্রেম আছে, আকাশ আছে। আর আছো তুমি।"

    একজন শিল্পী "দীর্ঘ দিন মঞ্চে থাকতে চাইলে সার্বিকভাবেই তাকে চর্চা ও অনুশীলনকে নিরন্তরভাবে চালিয়ে যেতে হবে অগ্রগতি অর্জনের লক্ষে। পপ সংগীত জগতে প্রবেশ করা হচ্ছে চেন খুনের শিল্পী জীবনের আরেকটি অবিষ্মরনীয় সূচনা। আমরা আশা করি, তাঁর গান তাঁর অভিনয়ের মতোই যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে এনে দেবে সম্পূর্ণ নতুন এক অনুভূতি ও অপার আনন্দ। (ইয়ু কুয়াং ইউয়ে)