জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনে ৫ নভেম্বর এক প্রস্তাবে আফগানিস্তানে অব্যাহতভাবে বেড়ে চলা সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে । একই সঙ্গে আফগান সরকারের নিরাপত্তা সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কেসহায়তা দেয়ার আহ্বান জানায়।
জার্মানির উত্যোগে মোট ১০০টিরও বেশি দেশের স্বাক্ষরিত প্রস্তাব প্রতিফলিত হয়েছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় আফগান পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ব্যাপক সহায়তা দিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, এ বছর আফগানিস্তান রাজনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি অর্জন করে আসছে।তবে তালিবান ,আল কায়েদা সংস্থা এবং অন্যান্য চরমপন্থী সংস্থা আফগানিস্তানে অব্যাহতভাবে সন্ত্রাস হামলা চালায়।
এ প্রস্তাব আরও আফগান আফিম চাষ , মাদকদ্রব্যের চোরাচালান তত্পরতা এবং মাদকদ্রব্যের বাণিজ্য চরমপন্থী সংস্থার সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন বিষয়টির ওপর গুরুত্ব দেয়। এ সব সমস্যা সমাধানের জন্য প্রস্তাব আন্তর্জাতিক সম্প্রদায়কে অব্যাহতভাবে আফগান সরকারের সাহায্য করার আহ্বান জানায়।
|