কসোভো সমস্যা নিয়ে চতুর্থ দফা আলোচনা ৫ নভেম্বর ভিয়েনায় কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। সার্বিয়া ও কসোভোর প্রতিনিধি দলের মতবিরোধে আলোচনা ব্যর্থ হয়ে যায়।
এ আলোচনায় সার্ভিয়া প্রতিনিধি দল কসোভোকে তার একটি প্রদেশ হিসেবে ব্যাপক স্বায়ত্তশাসনে দেওয়ার প্রস্তাব করে। অন্যদিকে কসোভো প্রতিনিধি দল পুরোপুরি স্বাধীনতার দাবিতে অনড় থাকে।
কসোভো সমস্যা মধ্যস্থতাকারী ই ইউ'র প্রতিনিধি উল্ফগ্যাং ইছিঞ্জার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত ১০ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিবকে রিপোর্ট পেশের সময়সীমা ঠিক রাখা।
রুশ প্রতিনিধি আলেক্সান্দার বোতসান চারচেংকো বলেন, সার্বিয়া ও কসোভোর অবস্থান পুরোপুরি বিপরীত হওয়ায় সম্ভব হবে না।
|