চীনা বিজ্ঞান একাডেমীর উত্তর-পশ্চিম মালভূমির জীব গবেষণাগার সূত্রে জানা গেছে , বিলুপ্তপ্রায় তিব্বতী ভেষজ – ভারতের হারবা শ্বতিয়া চিরায়িতে এ প্রথমবারের মত উত্তর-পশ্চিম চীনের ছিং হাই প্রদেশে সাফল্যের সংগে কৃত্রিমভাবে চাষ করা হয়েছে ।
এ প্রযুক্তি চীনে ভারতের হারবা শ্বর্তিয়া চিরায়িতে উত্পাদন না করার শূণ্যতা পূরণ করেছে ।
হারবা শ্বর্তিয়া চিরায়িতে যকৃত ও পিত্তকোষের অসুখের চিকিত্সার ক্ষেত্রে চীনের তিব্বতী চিকিত্সা পদ্ধতির একটি কার্যকর ওষুধ ।
|