চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৬ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, জার্মান নেতারা দালাইলামার সঙ্গে সাক্ষাত্ করার ফলে চীন ও জার্মানীর সম্পর্কে চিড় ধরেছে। চীন আশা করে, জার্মানীর ভুল পদক্ষেপে দু'দেশের সম্পর্কের ওপর যে গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে তা দূর করার জন্য তারা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তব ও ফলপ্রসূ উদ্যোগ নেবে।
সেপ্টেম্বর মাসের শেষ দিকে জার্মান প্রধানমন্ত্রী এন্জেলা মার্কেল একগুঁয়ে মনোভাব থেকে দালাইলামার সঙ্গে সাক্ষাত্ করেন। চীন এতে তীব্র অসন্তোষ প্রকাশ করে। ৬ নভেম্বর অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে সংবাদদাতার প্রশ্নের উত্তরে লিউ চিয়ান ছাও বলেন, চীন ও জার্মানীর সম্পর্ক দু'পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। চীন দু'দেশের সম্পর্কের উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন মনে করে, প্রভাবশালী দুটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে চীন ও জার্মানীর মধ্যে সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের টেকসই উন্নয়ন হলে দু'পক্ষের জন্যই কল্যাণকর। তিনি জোর দিয়ে বলেন, চীন আশা করে, চীন ও জার্মানীর সম্পর্ক খুব শিগগির সুস্থ ধারায় ফিরে আসবে। দু'পক্ষের স্বার্থের জন্যই তা অনুকূল হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|