৬ নভেম্বর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস চীন সফর শেষ করেছেন । এদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এক প্রেস ব্রিফিংয়ে বলেন, রবার্ট গেটসের চীন সফরকালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রধান প্রধান আলোচ্য বিষয়ের অন্যতম ছিল ইরানের পরমাণু সমস্যা । এ ইস্যুতে দু'দেশের লক্ষ্য ছিল অভিন্ন ।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেয়ার সময় লিউ চিয়ান ছাও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই মনে করে, ইরানের পরমাণু অস্ত্রকারী হওয়া উচিত নয় । দু'দেশই পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থা সুরক্ষাকে সমর্থন করে ।দু'পক্ষ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পদ্ধতিতে ইরানের পরমাণু সমস্যা সমধান করতে চায় । চীন মনে করে, সংশ্লিষ্ট পক্ষগুলোর সংলাপ ও আলোচনা ত্বরান্বিত করা উচিত । এর মধ্যে রয়েছে ইরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ই.ইউ. ও ইরানের মধ্যে সংলাপ । চীন আশা করে, এসব সংলাপ সফল হবে ।
লিউ চিয়ান ছাও আবারো ঘোষণা করেন, চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সংলাপ ও সমন্বয় বজায় রাখতে ইচ্ছুক এবং আশা করে, ইরানের পরমাণু সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করা যাবে । (ছাও ইয়ান হুয়া)
|