জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইব্রাহিম গামবারি বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন । এ পরিপ্রেক্ষিতে ৬ নভেম্বর পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও বলেন, চীন আশা করে, গামবারির সফর সাফল্য বয়ে আনবে ,তবে মিয়ানমার সমস্যা চূড়ান্তভাবে মিয়ানমার সরকার ও জনগণের নিজেদেরই সমাধান করা উচিত ।
লিউ চিয়ান ছাও বলেন, এক বা দুইবার সফরের মাধ্যমে মিয়ানমারের দীর্ঘকালীন সমস্যা সমাধান করা সম্ভব নয়, এ সমস্যা সমাধানে যথেষ্ঠ ধৈর্য্য দরকার । চীন আশা করে, আন্তর্জাতিক সম্প্রদায় গঠনমূলক ভুমিকা পালন করে মিয়ানমারে সমোঝাতা, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখবে ।
তিনি আরো বলেন, মিয়ানমার সমস্যার সমাধানে আসিয়ানের গঠনমূলক ভূমিকা পালনকে চীন সমর্থন করে ।
(ছাও ইয়ান হুয়া)
|