চীনের ২৪তম দক্ষিণ মেরু বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কাজ এ মাসের মাঝামাঝি সময় শুরু হবে । এবারের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ তত্পরতার গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দক্ষিণ মেরুর স্থলদেশের তুষার গহবর - এ এলাকায় চীনের তৃতীয় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্যে জরিপ চালানো ।
চীনের জাতীয় জরিপ ব্যুরোর একজন কর্মকর্তা বলেন , এ মাসের মাঝামাঝি সময় ও শেষ দিকে চীনের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ দলের সদস্যরা আলাদা আলাদাভাবে সুয়ে লুং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ জাহাজ ও বিমানযোগে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে রওয়ানা হবেন । চীনের জাতীয় জরিপ ব্যুরোর পাঠানো ৮জন জরীপ কর্মী দক্ষিণ মেরুর স্থলদেশের তুষার গহবর- এ এলাকা , চীনের স্থাপিত মহাপ্রাচীর বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র ও তার আশেপাশের এলাকা এবং চীনের স্থাপিত চুং শান বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রে মৌলিক জরিপ কাজ চালাবেন ।
এবারের পর্যবেক্ষণ দলের মধ্যে নির্মাণ বিভাগের ১৮৯জন কর্মী থাকবেন । তারা চীনের চুং শান বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র সম্প্রসারণের কাজে যোগ দেবেন ।
|