v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-06 14:35:19    
পুতিন ও ওয়েন চিয়া পাওয়ের মধ্যে বৈঠক

cri
    রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ৫ নভেম্বর সন্ধ্যায় মস্কো সফররত চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেন, চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতা অংশদারী সম্পর্ক প্রথম দশক অতিক্রম করেছে। গত দশ বছরে দু'দেশের রাজনৈতিক পারষ্পরিক আস্থা ক্রমাগতগভীরতর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রের পারষ্পরিক সহযোগিতা অবিরাম সম্প্রসারিত হয়েছে। চীন এই সম্পর্কেরব্যাপক বিকাশে সন্তোষ প্রকাশ করে।

    ওয়েন চিয়া পাও বলেন, চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতা সম্পর্ককেস্থিতিশীলভাবে বিকশিত করা দু'দেশের উন্নয়নকে দ্রুততর করার নির্ভরযোগ্য নিষ্চয়তা ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ অবলম্বন। চীন সরকার দৃঢ়ভাবে দু'দেশের কৌশলগত সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, বিশ্ব শান্তি রক্ষা করা ও অভিন্ন উন্নয়ন তরান্বিত করার জন্যে আন্তর্জাতিক বিষয়ে দু'দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    পুতিন বলেন, রাশিয়া ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার অগ্রগতি আশাব্যঞ্জক। তিনি জোর দিয়ে বলেন, এই সম্পর্কের বিকাশ এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা দু'দেশের নিজ নিজ স্বার্থের জন্য অনুকুল এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্যে কল্যাণকর। রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতির যে কোন পরিবর্তনই হোক না কেন রাশিয়ার চীনের সঙ্গে সম্পর্ক বিকশিত করার নীতি অপরিবর্তিত থাকবে। রাশিয়া দু"দেশের কৌশলগত সহযোগিতা জোরদারের ব্যাপারে আরো উদ্যোগ নেবে।

    দু'পক্ষের মধ্যে সাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়ন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্টআন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় হয়েছে।