|
|
(GMT+08:00)
2007-11-06 14:16:25
|
চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক
cri
যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দু'দেশের মধ্যেকার পারষ্পরিক আস্থা অব্যাহতভাবে জোরদার করতে ইচ্ছুক। ৫ নভেম্বর পেইচিংএ চীন সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস চীনের প্রতিরক্ষা মন্ত্রী ছাও গান ছিয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেন, গত ৩০ বছরের নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়নের পর চীন এখন এশিয়া ও মহা সাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে এখন চীনের প্রভাব বিরাট। রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান ক্রমাগত বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক সমস্যা নিরসনে চীনের ভূমিকা উল্লেখযোগ্য।তিনি বলেন, বতর্মানে মার্কিন-চীন সর্ম্পকউদার , সহযোগিতামূলক ও গঠনমূলক।
চীনের প্রতিরক্ষা মন্ত্রী চাউ গান ছিয়েনের আমন্ত্রণে ৪ই নভেম্বর রবার্ট গেটস চীন সফর করেন।
|
|
|