v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-05 21:21:04    
খেলার জগত

cri

   শুরুতেই ক্রিকেট :

    ক্রিকেট মানেই যুদ্ধ । আর ক্রিকেটের যুদ্ধ মানেই বলা যায় ভারত আর পাকিস্তান । টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের পর আজ ভারতের গৌহাটিতে শুরু হয়েছে দুই দেশের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচ ।

    ভিন্ন স্বাদের ভিন্ন মেজাজের এই খেলার শুরুতেই সবার ভেতর শুরু হয়েছে ভিন্ন ধরনের ভিন্ন হিসাব নিকাশ । গত বছর এপ্রিল মাসে এই নেহেরু স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃস্টি হয়েছিল তুমুল গোলযোগ। সামান্য বৃস্টির কারনে সৃস্ট দর্শকদের উশৃঙ্খলতার কথা মনে রেখে কর্তৃপক্ষ এবারে নিরাপত্তা ব্যবস্হা আরো জোরদার করেছেন । দুই দলের শক্তিমত্তার বিচারে ভারতকে অনেকটা ফেভারিট মনে হলেও পাকিস্তান দল লড়াকু মেজাজ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে এ কথা দ্বিধাহীন চিত্তে বলা যায় । পাকিস্তান দল ইতোমধ্যেই তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ দিল্লী একাদশের সংগে জিতে মনোবলকে চাঙ্গা করে রেখেছে । অপর দিকে ভারতীয় দল কলকাতার ইডেন গার্ডেনে তাদের অনুশীলন ভালোভাবেই শেষ করে চলে এসেছে গৌহাটিতে ।

    ১৯৭৮ সাল থেকে এ পর্যন্ত আয়োজিত ওয়ানডেতে ১০৮ বারের মোকাবেলায় পাকিস্তান জয়লাভ করেছে ৬৪ বার আর ভারত মাত্র ৪০ বার । তারপরও দুটি দলের ম্যাচে থাকে এক দারুন উত্তেজনা পূর্ণ প্রতিদ্বন্দ্বিতা আর হৃদ কম্পন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১৫৭ রানে ভারতকে আটকে ফেললেও শেষ পর্যন্ত জিততে পারেনি পাকিস্তান । পাকিস্তান শেষবার ভারত সফর করে ২০০৫ সালে । সেবার বাঙ্গালোরে শেষ টেস্ট ড্র করে সিরিজে সমতা আনার পর ওয়ান ডে সিরিজ জিতেছিল ৪-২ ম্যাচে ।

    দু'দলই এবার দু'জন তরুণ অধিনায়ক পাকিস্তানের শোয়েব মালিক আর ভারতের মহেন্দ্র সিং ধোনি'র নেতৃত্বে পরস্পরের মুখোমুখি জয়ের অদম্য ইচ্ছায় খেলছে ।

    ৪৩ দিনের এ ভারত সফরে পাকিস্তান পাঁচটি ওয়ান ডে ম্যাচ ছাড়াও তিন ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে ।

    আগামী টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের খবর :

    দ্বিতীয় টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে । আর অনুষ্ঠেয় এই বিশ্বকাপের ফিকশ্চারটাও হয়ে গেছে । এ বিশ্বকাপের "এ" গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বি হচ্ছে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ও জিম্বাবুয়ে ।

    "বি" গ্রুপে পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে থাকবে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বিজয়ি প্রথম প্রতিনিধি। "সি" গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা । এবং সহযোগী দেশগুলোর দ্বিতীয় দলটি খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

    বন্ধুরা এবারে ফুটবল :

    প্রথমেই স্প্যানিশ লীগ।

    স্প্যানিশ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সেভিয়ার কাছে হেরে হোঁচট খেয়েছে । সেভিয়ার কাছে তারা হেরে যায় ২-০ গোলে । অপর দিকে ইংলিস প্রমিয়ার লীগে উইগানকে ২-০ গোলে হারিয়েছে চেলসি । তবে ব্ল্যাকবার্নের সঙ্গে ড্র করেছে অন্যতম শিরোপা প্রত্যাশী লিভারপুল । আর সিরি-এ তে সফরকারী তুরিনোর সঙ্গে ড্র করেছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান । এর আগের খেলায় এ সি মিলান সাম্পদোরিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল । এবারের মৌশুমে ১১ ম্যাচের মধ্যে এটি ছিল রিয়ালের দ্বিতীয় হার । সেভিয়ার কাছে হেরে বার্সেলোনা ও ভিলারিয়ালের জন্য শিরোপার দৌড় সহজ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ । নিজ নিজ আরেকটি ম্যাচে জয়ী হলে রিয়ালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকবে বার্সেলোনা ও ভিলারিয়াল ।

    এ নিয়ে চলতি মৌসুমে উয়েফা কাপে সেভিয়ার কাছে তিনবার হারলো রিয়াল । আগস্টে স্প্যানিশ সুপার কাপের দু'টি লিগেই হেরে ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা ।

    তিন ম্যাচ পর হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে ভ্যালেন্সিয়া । নতুন কোচ রোনাল্ড কোয়েম্যানের অধীনে ৃ প্রথম ম্যাচেই মায়োর্কাকে ২-০ গোলে হারায় তারা । ফার্নান্দো মরিয়েন্তেস একাই করেন দুটি গোল ।

    এর আগের দিন দ্বিতীয় স্হানে থাকা ভিলারিয়াল এদিন লেবেন্তের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে । মিলিটোর দেয়া একমাত্র গোলে আলঘেরিয়াকে হারিয়েছে রিয়াল জারাগোজা । তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উয়েফা কাপ চ্যাম্পিয়ন সেভিয়ার বিরুদ্ধে ৪-৩ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ । অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে গেটাফে । অপর ম্যাচে রিয়াল মালোরকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লা করুনা ।

    টেনিস

    মার্টিনা হিঙ্গিস হাঁটুর ইন্জুরির কারনে ২০০৩ সালে হঠাত্ করেই অবসরের কথা ঘোষণা দিয়েছিলেন । তবে দু বছর পর ঠিকই পুণরায় টেনিসের টানে ফিরে এসেছিলেন সদর্পে । খেলেছিলেনও খুব ভালোভাবেই । কিন্তু হঠাত্ করেই আবার অবসরের কথা ঘোষণা দিয়ে দিলেন । এবার অবশ্য তিনি ফিরে যাচ্ছেন একটা কলঙ্কের দাগ নিয়ে । তার বিরুদ্ধে মাদক নেয়ার অভিযোগ উঠতেই চিরতরে টেনিস রেকেট তুলে রাখার স্হায়ী ঘোষণা দিলেন পাঁচবারের গ্র্যান্ডশ্লাম বিজয়ী তারকা মার্টিনা হিঙ্গিস ।