**পাকিস্তানের পরিস্থিতিতে চীন উদ্বিগ্ন
পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে চীন উদ্বেগ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছে যে, পাকিস্তানে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে । ৪ নভেম্বর পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা বলেছেন ।
পাকিস্তানের পরিস্থিতি প্রসঙ্গে সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় লিউ চিয়ান ছাও বলেন, চীন পাকিস্তানের পরিস্থিতিতে উদ্বিগ্ন, তবে বিশ্বাস করে যে , পাকিস্তান সরকার ও জনগণ নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে । পাকিস্তানে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় থাকবে বলেও চীন আশাবাদী ।
৩ নভেম্বর বিকেলে পাকিস্তান সরকার দেশে জরুরী অবস্থা জারি করেছে । বর্তমান সময়ে যেসব চীনা নাগরিক পাকিস্তানে যাচ্ছেন তাদেরকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক তার সঙ্গে চলার জন্য বলেছে ।
**শ্রীলংকার হাম্বানটোটা বন্দর নির্মাণের কাজ শুরু
শ্রীলংকার হাম্বানটোটা বন্দর নির্মাণের জন্য চীন ৩৬ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। ৩১ অক্টোবর এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শ্রীলংকা সরকার আশা করে, প্রায় সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পন্ন হবে।
শ্রীলংকার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে এই প্রকল্পের নাম ফলকের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোল্লাগামা উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এ ধরণের বড় প্রকল্পগুলো ব্যাপক কর্মসংস্থানের সুযোগ এনে দেবে। যার ফলে শ্রীলংকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
**শ্রীলংকাকে যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণভাবে জাতীয় সংঘর্ষ অবসান করতে হবে: হুইলার
শ্রীলংকা সফররত বিশ্ব ব্যাংকের উপ গভর্ণর গ্রায়েম হুইলার পয়লা নভেম্বর কলম্বোয় বলেছেন, শ্রীলংকার জাতীয় সংঘর্ষ হচ্ছে তার অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা। এ সংঘর্ষের অবসান হলে শ্রীলংকা তার অর্থনৈতিক উন্নয়নের সুপ্ত শক্তি প্রদর্শনে সক্ষম হবে।
হুইলার বলেন, শ্রীলংকা সরকারের উচিত স্বদেশের উন্নয়নের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। বিশ্ব ব্যাংক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্যে শ্রীলংকা সরকারকে সাহায্য দিতে ইচ্ছুক। শ্রীলংকা সরকার এবং বিশ্ব ব্যাংক সাংঘর্ষিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা পুনঃস্থাপনে সহযোগিতা চালিয়েছে বলে হুইলার সন্তুষ্টি বোধ করেন। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্ব ব্যাংক শ্রীলংকার অর্থনৈতিক উন্নয়নে সহায়তা বাড়বে।
**খুন মিং-কোলকাতা সরাসরি বিমান এয়ারলাইন চালু
চায়না ইষ্টার্ন এয়ারলাইন্সের ইয়ুন নান শাখা ২৯ অক্টোবর থেকে খুন মিং ও ভারতের কোলকাতার মধ্যে আন্তর্জাতিক এয়ারলাইন চালু করেছে। প্রতি সপ্তাহে বিমান তিন বার যাতায়াত করবে। সোমবার, বুধবার ও শুক্রবার খুন মিং থেকে কোলকাতা যাবে এবং পরের দিন খুনমিং ফিরে আসবে। প্রথম দিকে যাত্রী সংখ্যা কম হতে পারে বলে ইষ্টার্ন এয়ারলাইন্সের ৫০ আসনের সি.আর.জি-২০০ বিমান যাতায়াত করবে। যাত্রীর সংখ্যা বাড়লে বিমান কোম্পানি এ রুটে বড় বিমান ব্যবহার করবে।
জানা গেছে, এটি হলো দক্ষিণ-পশ্চিম চীন থেকে ভারতে যাওয়ার প্রথম সরাসরি এয়ারলাইন্স। এর আগে থেকেই চীনের পেইচিং, শাংহাই, কুয়াংচৌ, হংকং শহর থেকে সরাসরি ভারতে যাওয়ার এয়ারলাইন চালু রয়েছে।
**ভারত ও জার্মানীর নেতারা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করবেন
জার্মানীর প্রধানমন্ত্রী এন্জেলা মার্কেল ৩০ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লীতে বৈঠক করেছেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দু'পক্ষ সহযোগিতার আওতা সম্প্রসারণ, কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার ও উন্নয়নের কথা প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্য, পুঁজি বিনিয়োগ, শিক্ষা, বুনিয়াদী ব্যবস্থা ও জ্বালানী সম্পদের নিরাপত্তা এবং মহাশূন্য প্রযুক্তিসহ উচ্চ প্রযুক্তিগত ক্ষেত্রে দু'পক্ষ সহযোগিতা জোরদার করবে। তাছাড়া, ২০১২ সালে দু'দেশের বাণিজ্যের পরিমাণ ২০ বিলিয়ন ইউরোতে পৌঁছানোর চেষ্টা করবে।
|