শ্রীলংকা সরকার নিচ্ছন্নতাবাদী এল টি টি ই'র বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে। ৪ নভেম্বর শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নাসিরি বিক্রমানায়েকে এ কথা বলেন।
তিনি কলোম্বোয় অনুষ্ঠিত এক জনসমাবেশে বলেন, সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল করার জন্য সরকারী বাহিনীর সামরিক অভিযান অব্যাহতভাবে চলবে পাশাপাশি সরকারী বাহিনী এল টি টি ই'র সঙ্গে আলোচনা করতেও আগ্রহী। তবে আলোচনার জন্য তাদের কোনো শর্ত জানা হবেনা।--ওয়াং হাইমান
|