v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-11-05 20:24:37    
চীন ইন্টারনেট কপিরাইট তথ্য প্রকাশের ব্যবস্থা চালু করবে

cri
    চীনের ইন্টারনেট সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা সম্প্রতি বলেছেন, চীন চলতি বছরের মধ্যে ইন্টারনেট কপিরাইট তথ্য প্রকাশের ব্যবস্থা চালু করবে । কেন্দ্রীয়ভাবে কপিরাইটধারীদের তথ্য প্রকাশের মাধ্যমে ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানকে আরও ভাল করে দেশীবিদেশী কপিরাইটধারীদের কপিরাইট রক্ষারতাগিদ দেয়া হবে।
চীনে ইন্টারনেট প্রযুক্তির উন্নয়নের সাথেসাথে ইন্টারনেট অধিক থেকে অধিকতর তথ্য ও সেবা দেয়ার কাজে ব্যবহৃত হচ্ছে । ইন্টারনেট ব্যবহারের ব্যয় কমে যাচ্ছে এবং ব্যবহারকারীদের সংখ্যা দিনদিন বাড়ছে। এ বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে ইন্টারনেট ব্যবহারকারীরসংখ্যা ১৭.২ কোটিতে দাঁড়িয়েছে ।
ইন্টারনেটের দ্রুত বিকাশের ফলে এর কপিরাইট রক্ষার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে । এ লক্ষ্যেই চীন এ বছরের মধ্যে ইন্টারনেট কপিরাইট তথ্য প্রকাশের ব্যবস্থা চালু করবে । এ সম্পর্কে চীনের ইন্টারনেট সমিতির কপিরাইট ইউনিয়নের মহাসচিব ওয়াং পিং বলেন , ব্যবস্থাটিইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানকে কপিরাইটধারী খুজে বের করতে সাহায্য করবে । অন্য দিকে কপিরাইটধারীরা এই ব্যবস্থার মাধ্যমে তার ব্যক্তিগত কিছু তথ্য প্রকাশ করবেন বলে আমরা আশা করি ।
বিগত কয়েক বছরে চীনের সংশ্লিষ্ট বিভাগ নানা ব্যবস্থা নিয়ে ইন্টারনেটকপিরাইট রক্ষার চেষ্টা করে যাচ্ছে । ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত চীন সার্বিকভাবেকপিরাইট সংক্রান্ত আইনগত ব্যবস্থা সংশোধন করেছে । যাতে সংশোধিত আইনগত ব্যবস্থা নতুন পরিস্থিতিতে কপিরাইট রক্ষা কাজের সঙ্গে সংঙ্গতিপূর্ণ হয় ।
মাদাম ওয়াং পিং জানান , চীনে চালু হতে যাওয়া এই ব্যবস্থায় প্রধানত ভিডিও , বিশেষ করে বিদেশের ভিডিওর কপিরাইট তথ্য প্রকাশ করা হবে । চীনের ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানেবিদেশী ভিডিওর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে । কিন্তু তাদের বিদেশ থেকে সরাসরি প্রকৃত কপিরাইটধারীর কাছ থেকে কপিরাইট কেনার সুযোগ অত্যন্ত কম । বর্তমানে প্রধানত এজেন্ট কোম্পানির কাছ থেকে কেনা কাটা চলছে । ইন্টারনেটের কপিরাইট তথ্যের অস্বচ্ছতায় প্রায়শই ভূয়া এজেন্টের খপ্পরে পড়ে ঠকে যেতে হয় ।
মাদাম ওয়াং পিং বলেন , ইন্টারনেট কপিরাইটের তথ্য প্রকাশের ব্যবস্থা চালুর পর বেশি বেশি কপিরাইট তথ্য প্রকাশ ছাড়াও দেশ বিদেশের প্রাসঙ্গিক কপিরাইটধারীদের স্বীকৃতি দেয়ার কাজও চালানো হবে ।
জানা গেছে , চীনের ইন্টারনেট সমিতি একটি সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার কথাও ভাবছে । যাতে কপিরাইটধারী এবং ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে মেধাসত্ব অধিকার নিয়ে বিরোধ সমাধানে সমন্বয় করা যায় এবং সত্যিকারভাবে ইন্টারনেটকপিরাইট রক্ষা করা যায় । এ সম্পর্কে চীনের ইন্টারনেট সমিতির ইন্টারনেটের কপিরাইট ইউনিয়নের মহাসচিব ওয়াং পিং বলেন , এ বছর আমরা সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠা করব । কেন্দ্রটি দ্রুত ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানের মধ্যেকার বিরোধসমাধান করবে । কেন্দ্রটি গঠনের খসড়া পরিকল্পনা মোটামুটি তৈরী হয়েছে । পরে মাঝেমাঝে ইন্টারনেট শিল্পপ্রতিষ্ঠানকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ফোরাম চালানো হবে । যাতে কপিরাইটধারীদের সঙ্গে সহযোগিতা জোরদার করা যায় ।
মাদাম ওয়াং পিং জোর দিয়ে বলেন , বিদেশের কপিরাইটধারীরা চীনের সঙ্গে ভালভাবে সহযোগিতা করে যৌথভাবে ইন্টারনেট কপিরাইট রক্ষার জন্য চেষ্টা চালাবেন বলে তিনি আশা করেন । ---চুং শাওলি