মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস ৪ নভেম্বর জেরুজালেমে বলেছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেদেশে জরুরী অবস্থা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাহায্য দেয়ার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করবে।
তবে তিনি পাকিস্তানে মার্কিন সাহায্য বন্ধ হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন মার্কিন নীতির পরিপন্থী হলে যুক্তরাষ্ট্র কিছু সাহায্য প্রকল্প বন্ধ করে দিতে পারে।
উল্লেখ্য,৩ নভেম্বর পারভেজ মুশাররফ সারা দেশে জরুরী অবস্থা জারি করেছেন এবং একটি আপদকালীণ সংবিধান চালু করেছেন। সম্প্রতি পাকিস্তানে ধারাবাহিকভাবে আত্মঘাতী বোমা হামলার মুখে আইন শৃংখলা নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে পারভেজ মুশাররফ টেলিভিশন ভাষণে উল্লেখ করেছেন।(লিলু)
|