৪ নভেম্বর আর্জেন্টিনার 'ক্লারিনপত্রিকার'এক খবরে জানা গেছে, স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রড্রিগেজ জাপাটেরো সম্প্রতি বলেছেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও বৃটেনকে স্পেন সমর্থন দেওয়ায় দেশটির ওপর সন্ত্রাসী হামলার আশংকা অনেক বেড়ে গেছে ।
আর্জেন্টিনা সফর করার আগে ক্লারিনকে সাক্ষাত্কার দেয়ার সময়ে জাপাটেরো বলেন, ইরাক যুদ্ধকে স্পেনের সাবেক সরকারের সমর্থনের কারণে মাদ্রিদে '১১ মার্চের' সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল কিনা তার পক্ষে সরাসরি প্রমাণ না থাকলেও এ কারণে স্পেনের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি অনেক বেড়ে গেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|