১১তম পেইচিং-হংকং অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত সেমিনার ৫ই নভেম্বর পেইচিংএ শুরু হয়েছে। " সুষম. সহযোগিতা, উন্নয়ন ও পরস্পরের সফলতা" এবারের সেমিনারের সেমিনার প্রধান আলোচ্য বিষয়। এ দু'টি স্থানের বিজ্ঞানস্মত অথনৈতিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া এবারের সেমিনার আয়োজনের লক্ষ্য।
হংকং প্রশাসন ব্যুর্রোর মহাপরিচালক ঠাং ইং নিয়েন তাঁর ভাষণে বলেছেন, মাতৃভূমির কোলে হংকংএর প্রতাবর্তনের ১০ বছর পর দু' জায়গার সেবামূলক বাণিজ্যের অনুতাপ লক্ষ্যণীয়ভাবে বেড়েছে। হংকং এখন পেইচিংএর বৈদেশিক পূঁজির গুরুত্বপূর্ণ সম্পত্তি।আর্থ-বাণিজ্যিক লেনদেন জোরদার করার সঙ্গে সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান, সরকার ও সামাজিক গোষ্ঠির অংশ গ্রহণকারী বাণিজ্য, হাইটেক, লজেষ্টিক, পযর্টন ও পরিবেশ সংরক্ষণ সহ সহযোগিতা অনবরত সম্প্রসারিত হয়েছে।
পেইচিং শহরের মেয়র হুওয়াং ছি সেন বলেন, দু'টি স্থানের ঘনিষ্ঠতর সম্পর্কের উন্নয়ন এবং দু'পক্ষের মধ্যে বিনিময় আরও তরান্বিত করার জন্যে এবারের সেমিনার গুরুত্বপূর্ণ তাত্পর্যসম্পন্ন ভূমিকা পালন করবে।
|