ছাংও ১ উপগ্রহ সফলভাবে তার পরবর্তীকক্ষপথে প্রবেশ করেছে
cri
৫ই নভেম্বর সকাল ১১টা ৩৭ মিনিটে চীনের ছাংও ১ চাঁদ অনুসন্ধান উপগ্রহ "ছাংও ১" সফলভাবে তার পরবর্তীকক্ষপথে প্রবেশ করেছে। এতে প্রতিপন্ন হচ্ছে যে, পৃথিবী থেকে ৩ লাখ ৮০ হাজার কিলোমিটার দূরে উপগ্রহকে নির্ভূলভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা চীনের রয়েছে।
|
|