এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার ফেডারেশনের ৪৪তম সম্মেলনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান৩ নভেম্বর রাতে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে। এতে চীন আন্তর্জাতিক বেতারসহ চীনের কয়েকটি তথ্য মাধ্যমের অনুষ্ঠান বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে।
চীন আন্তর্জাতিক বেতারের মনোনীত বিশেষ অনুষ্ঠান "আবহাওয়ার পরিবর্তন---৪৪.৫ ডিগ্রি সেন্টিগ্রেড" বৈদেশিক বেতার অনুষ্ঠান পুরস্কার পেয়েছে। কেন্দ্রীয় গণ বেতারের মনোনীত শিশুদের অনুষ্ঠান "প্রকৃতি শুনুন", সংবাদ ফিচার "১৬ সেকেন্ডে বাঁচা-মরা বাছাই", বেতার নাটক "অবশিষ্ট সুগন্ধি" যথাক্রমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার ফেডারেশনের "কিশোর অনুষ্ঠান পুরস্কার", "সংবাদে বিশেষ সুপারিশ" এবং "বেতার নাটক বিশেষ সুপারিশ" পুরস্কার পেয়েছে। কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের প্রধান প্রকৌশলী ডিং ওয়েন হুয়া "২০০৭ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার ফেডারেশনের প্রকল্প মহলের শ্রেষ্ঠ অবদান পুরস্কার" পেয়েছেন। চিয়াং সু প্রদেশের বেতার টেলিভিশন কেন্দ্রের কু চিয়ান কুও "২০০৭ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার ফেডারেশনের প্রযুক্তি প্রবন্ধ পুরস্কার" পেয়েছেন।
আটদিন ব্যাপী এই সম্মেলন২৮ অক্টোবর থেকে তেহরানে শুরু হয়। ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা বেতার ও টেলিভিশন সংস্থা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা, প্রতিনিধি ও পর্যবেক্ষকসহ মোট ৩০০ জনেরও বেশি অতিথি এবারের সম্মেলনে অংশ নেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|