এক্স এম জি পরামর্শদাতা কোম্পানির সর্বশেষ প্রকাশিত এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে মার্কিন বিজনেস ওয়েক পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে , বর্তমানে চীন ও ভারত বৈদেশিক ঠিকাদার বাজারে প্রাধান্য বজায় রেখেছে । এ বছর বিশ্বের বৈদেশিক ঠিকাদার বাজারে ভারতের অনুপাত ১১.৫ এবং চীনের অনুপাত ৪.৪ শতাংশে দাঁড়াবে বলে অনুমান করা হচ্ছে ।
প্রতিবেদনে বলা হয় , এ বছর ভারতের বৈদেশিক ঠিকাদার খাত থেকে পাওয়া আয় ৩৪.১ বিলিয়ন মার্কিন ডলার এবং বার্ষিক বৃদ্ধিহার ২৯.৫ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে । ২০১০ সাল নাগাদ এ খাতে ভারত তার প্রাধান্য বজায় রাখবে । পাশাপাশি এক্স এম জি কোম্পানি ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে বলেছে , এ বছর চীনের বৈদেশিক ঠিকাদার খাতে পাওয়া আয় ১৩.১ বিলিয়ন মার্কিন ডলার এবং বার্ষিক বৃদ্ধিহার ৪৭.৯ শতাংশে দাঁড়াবে ।
এ কোম্পানির মুখ্য বিশ্লেষক বলেন , ভারত ও চীন ছাড়া ফিলিপাইনসহ এশিয়ার অন্য কয়েকটি দেশের বৈদেশিক ঠিকাদারের উন্নয়নও উল্লেখ করার মত ।
|