৪ নভেম্বর চীনের জাতীয় বার্তা সংস্থা সিনহুয়া বার্তা সংস্থার একটি নিবন্ধে বলা হয়েছে , ১৬তম জাতীয় কংগ্রেসের পর চীনা কমিউনিস্ট পার্টি তেং সিয়াও পিং তত্ত্ব ও তিনটি প্রতিনিধিত্বের চিন্তাধারাকে নিজের পথনির্দশক ভাবধারা হিসেবে গ্রহণ করে আসছে ।
নিবন্ধে বলা হয় , চীনা কমিউনিস্ট পার্টির ১৬তম জাতীয় কংগ্রেসের পর চীনা কমিউনিস্ট পার্টি মানুষকে মূল বিষয় হিসেবে গ্রহণ করা , বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব , সম্প্রীতিময় সমাজতান্ত্রিক সমাজ গঠন , শান্তি ও উন্নয়নের পথে অবিচলতা এবং সম্প্রীতিময় বিশ্ব গঠন করার মত গুরুত্বপূর্ণ কৌশলগত চিন্তাধারা উত্থাপন করেছে । বিশেষ করে মার্কসবাদের চীনাকরণের সর্বশেষ সাফল্য হিসেবে বিজ্ঞানসম্মত উন্নয়ন তত্ত্ব এখন মার্কসবাদ ও লেনিনবাদ , মাও সে তুং চিন্তাধারা , তেং সিয়াও পিং তত্ত্ব ও তিনটি প্রতিনিধিত্বের চিন্তাধারার উত্তরাধিকার হিসেবে অনুসৃত হয়েছে ও সমসাময়িক যুগের সংগে সংগতিপূর্ণ একটি বিজ্ঞানসম্মত তত্ত্বে পরিণত হয়েছে ।
|