১৮ থেকে ২২ নভেম্বর চীনের ইউয়ুন্নান প্রদেশের খুনমিং শহরে দেশের প্রথম গ্রামীন সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হবে ।
এ উত্সবের উদ্দেশ্য হচ্ছে চীনের গ্রামাঞ্চলের সংস্কৃতি ও শিল্পকলার উন্নয়ন, চীনের বহুজাতিক সংস্কৃতির উত্তরাধিকার তৈরি করা, চীনের গ্রামীন শিল্পকলা ও আন্তর্জাতিক শিল্পকলার বিনিময় ত্বরান্বিত করা এবং সমাজের বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিদেরকে চীনের গ্রামীন সংস্কৃতি ও শিল্পের উন্নয়নে অংশ নিতে আকৃষ্ট করা ।
উত্সবে চীনের গ্রামীন সংস্কৃতির প্রদর্শনী, লোকসংগীত ,নাচ এবং গ্রামাঞ্চলের কর্মকর্তাদের সাংস্কৃতিক ফোরামসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|