চীন পাকিস্তানের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আশাবাদ ব্যক্ত করেছে যে, পাকিস্তান স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে । ৪ নভেম্বর পেইচিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও এ কথা বলেছেন ।
পাকিস্তানের পরিস্থিতি প্রসঙ্গে সংবাদদাতাদের প্রশ্ন উত্তর দেওয়ার সময় লিউ চিয়ান ছাও বলেন, চীন পাকিস্তানের পরিস্থিতিতে উদ্বিগ্ন, তবে বিশ্বাস করে যে , পাকিস্তান সরকার ও জনগণ নিজেরাই স্বদেশের সমস্যা সমাধান করতে পারবে । পাকিস্তানে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় থাকবে বলেও চীন আশাবাদী ।
৩ নভেম্বর বিকেলে পাকিস্তান সরকার দেশে জরুরী অবস্থা জারি করেছে । বর্তমান সময়ে যেসব চীনা পাকিস্তানে যাচ্ছেন তাদেরকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে দুর্ঘটনা এড়িয়ে চলতে বলেছে ।
(ছাও ইয়ান হুয়া)
|