এ বছরের নভেম্বর মাস হচ্ছে তাইওয়ান প্রণালীর দু'পারের স্বদেশবাসীদের বিচ্ছিন্ন অবস্থা দূর করা এবং বিনিময় ও যাতায়াত শুরু হওয়ার ২০তম বার্ষিকী। সম্প্রতি দু'পারের সম্পর্ক সমিতির স্থায়ী ভাইস চেয়ারম্যান লি বিন ছাই পেইচিংয়ে সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, দু'পারের জনগণের যাতায়াত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন করে বড় ধরনের উন্নতি হবে।
লি বিং ছাই বলেন, ২০ বছরের বাস্তব অনুশীলন থেকে প্রমাণিত হয়েছে যে, দু'পারের জনগণের যাতায়াত এবং অর্থনীতি ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা হচ্ছে উভয় পারের সম্পর্ক উন্নয়নে সবচেয়ে কার্যকর উপাদান। স্বদেশবাসীরা গভীরভাবে উপলব্ধি করেছেন যে, দু'পার সংযুক্ত হলে উভয়ের জন্য কল্যাণকর হবে, না হলে দু'পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।
লি বিং ছাই আরো বলেন, সদ্য সমাপ্ত চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে ভবিষ্যতে তাইওয়ান বিষয়ক কাজের নির্দেশনামূলক চিন্তাধারা ও দাবি উত্থাপিত হয়েছে। ফলে ভবিষ্যতে দু'পারের জনগণের যাতায়াত এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ের আরো বড় ধরনের উন্নতি হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|